আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে পেলেকে। ব্রাজিলের ফুটবল তারকাকে ১৩ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কেমো দেওয়ার জন্য। তাঁকে যে সময় ছাড়ার কথা ভেবেছিলেন চিকিৎসকরা, তার থেকে বেশি সময় থাকতে হবে। পেলের মূত্রনালীতে সংক্রমণ পাওয়ার কারণে আরও কিছু দিন হাসপাতালে রাখা হবে তাঁকে।
সাও পাওলো হাসপাতালের তরফে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, হাসপাতালে থাকার সময় কিছু পরীক্ষা করা হয় পেলের। সেই সময় তাঁর মূত্রনালীতে সংক্রমণ দেখতে পাওয়া যায়। সেই কারণে আরও কিছু দিন হাসপাতালে রাখা হবে পেলেকে।