Advertisement
১১ মে ২০২৪
Ronaldinho

Ronaldinho: ফিরল সাম্বার ঝলক, প্রদর্শনী ম্যাচে দুরন্ত গোল, হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিলেন রোনাল্ডিনহো

ফুটবল থেকে অনেক দিন আগেই অবসর নিয়েছেন তিনি। কিন্তু পায়ের কাজ যে এখনও ভোলেননি, সেটা আরও এক বার দেখালেন রোনাল্ডিনহো।

রোনাল্ডিনহো।

রোনাল্ডিনহো। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৭:৪৮
Share: Save:

ফুটবল থেকে অনেকদিন আগেই অবসর নিয়েছেন তিনি। কিন্তু পায়ের কাজ যে এখনও ভোলেননি, সেটা আরও এক বার দেখালেন রোনাল্ডিনহো। ব্রাজিলে একটি প্রদর্শনী ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করলেন তিনি। তার মধ্যে একটি গোল অসামান্য চিপে করেছেন তিনি।

২০১৫ সালে ফুটবলকে বিদায় জানান তিনি। তার আগে প্যারিস সঁ জঁ, বার্সেলোনা, এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন তিনি।

গত বছর প্যারাগুয়েতে গিয়ে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে জড়িয়ে গিয়ে হাজতবাস করতে হয়েছিল তাঁকে। সে দেশের পুলিশের অনুমতি নিয়ে ব্রাজিলে ফেরেন তিনি। তার পর থেকে সামাজিক কাজকর্মেই নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। প্রদর্শনী ম্যাচে চিপের সাহায্যে হ্যাটট্রিক করে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়তে থাকেন তিনি। পাল্টা অভিবাদন ফিরিয়ে দেন দর্শকরাও।

২০০২ বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জেতার পিছনে মূল কাণ্ডারি মনে করা হয় রোনাল্ডিনহোকে। সেই সময় তাঁর পায়ের শিল্প, সাম্বার ঝলক মুগ্ধ করেছিল গোটা বিশ্বকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ronaldinho Brazil Exhibition match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE