ফুটবল থেকে অনেকদিন আগেই অবসর নিয়েছেন তিনি। কিন্তু পায়ের কাজ যে এখনও ভোলেননি, সেটা আরও এক বার দেখালেন রোনাল্ডিনহো। ব্রাজিলে একটি প্রদর্শনী ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক করলেন তিনি। তার মধ্যে একটি গোল অসামান্য চিপে করেছেন তিনি।
২০১৫ সালে ফুটবলকে বিদায় জানান তিনি। তার আগে প্যারিস সঁ জঁ, বার্সেলোনা, এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন তিনি।
Mt obrigado a tds que estiveram no Jogo da Alegria 2021 aq em Maceió!!! Foi um prazer rever tantos artistas, participar dessa festa e ainda ajudar o próximo…
— Ronaldinho Gaúcho (@10Ronaldinho) November 30, 2021
Ainda deu pra brincar um pouco em campo kkkkkkkkkk 🤙🏾 pic.twitter.com/JHJZJybkwj
গত বছর প্যারাগুয়েতে গিয়ে ভুয়ো পাসপোর্ট কাণ্ডে জড়িয়ে গিয়ে হাজতবাস করতে হয়েছিল তাঁকে। সে দেশের পুলিশের অনুমতি নিয়ে ব্রাজিলে ফেরেন তিনি। তার পর থেকে সামাজিক কাজকর্মেই নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। প্রদর্শনী ম্যাচে চিপের সাহায্যে হ্যাটট্রিক করে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়তে থাকেন তিনি। পাল্টা অভিবাদন ফিরিয়ে দেন দর্শকরাও।
২০০২ বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি জেতার পিছনে মূল কাণ্ডারি মনে করা হয় রোনাল্ডিনহোকে। সেই সময় তাঁর পায়ের শিল্প, সাম্বার ঝলক মুগ্ধ করেছিল গোটা বিশ্বকে।