বুলগেরিয়ার প্রথম সারির ক্লাব আরদা কারজালি রবিবার স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল লেভস্কি সোফিয়ার। খেলা শুরুর আগে দু’দলের ফুটবলারেরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। শ্রদ্ধা জানান কারজালির ‘প্রয়াত’ প্রাক্তন ফুটবলার পেতকো গানচেভকে। খেলা শেষ হওয়ার পর সেই শোকপ্রকাশের জন্য আবার ক্ষমা চাইতে হল ক্লাব কর্তৃপক্ষকে।
ম্যাচের দিন সকালে ক্লাবে এসে পৌঁছায় প্রাক্তন ফুটবলারের মৃত্যু সংবাদ। স্বাভাবিক ভাবেই খেলা শুরুর আগে গানচেভকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন কারজালি কর্তৃপক্ষ। ১ মিনিট নীরবতা পালন এবং শোকপ্রকাশের পর শুরু হয় খেলা। এ পর্যন্ত সব ঠিকই ছিল। খেলা শেষ হওয়ার কিছু ক্ষণ আগে সমাজমাধ্যমে গানচেভ নিজেই জানান, তিনি বহাল তবিয়তে রয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ কোনও ভাবে ভুল খবর পেয়েছেন। আধুনিক যুগে এমন ভুল নিয়ে তিনি বিস্ময়ও প্রকাশ করেন।
বিষয়টি জানার পরই ক্ষমা চেয়ে নিয়েছে কারজালি কর্তৃপক্ষ। ক্লাবের তরফে বিবৃতি প্রকাশ করে লেখা হয়েছে, ‘‘আরদা কারজালি আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। প্রাক্তন ফুটবলার পেতকো গানচেভ, তাঁর পরিবার এবং প্রিয়জনদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। ক্লাবের পক্ষ থেকে গানচেভের দীর্ঘ এবং সুস্থজীবন কামনা করা হচ্ছে। আমরা চাই, সুস্থ শরীরে আরও বহু বছর তিনি আরদা কারজালির সাফল্য উপভোগ করুন।’’ ক্লাব কর্তৃপক্ষ ক্ষমা চাইলেও প্রশ্ন উঠছে, কেন তাঁরা প্রাক্তন ফুটবলারের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হননি।
প্রাক্তনের সুস্থতার খবর ক্লাবে স্বস্তি ফেরালেও এখনকার ফুটবলারেরা হতাশ করেছেন। ঘরের মাঠে সোফিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কারজালি।