সম্প্রতি শেষ হয়েছে সৌদি প্রো লিগ। গত ছ’মাস আল নাসেরের হয়ে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু বছরের সেরা একাদশে তিনি সুযোগ পেলেন না। জায়গা হয়েছে তাঁরই সতীর্থের, যিনি আবার অতীতে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন। রোনাল্ডোর বদলে সেরা একাদশের স্ট্রাইকার হিসাবে নেওয়া হয়েছে ওডিয়ন ইঘালোকে।
গত বছর রোনাল্ডোর সঙ্গে চুক্তি ভেঙে দেয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তার পরেই রোনাল্ডো যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। জানুয়ারি মাসে সই করেন তিনি। তার পর থেকে ১৬টি ম্যাচে ১৪টি গোল করেছেন। রোনাল্ডোকে নেওয়ার পরে লিগ খেতাব জিততে পারেনি আল নাসের। আল ইত্তিহাদের পরে দ্বিতীয় স্থানে শেষ করে তারা।
— Roshn Saudi League (@SPL_EN) June 7, 2023
@ighalojude leads the line 🦅
5⃣ players from the champions @ittihad_en 🟡⚫️
Here's your #RoshnSaudiLeague Team of The Season presented by @OptaAnalyst 🔢 pic.twitter.com/ynZgxDcQC8
আরও পড়ুন:
ইঘালো খেলতেন সৌদির আর এক ক্লাব আল-হিলালের হয়ে। এই ক্লাবটিই চেষ্টা করেছিল লিয়োনেল মেসিকে নেওয়ার। হিলালের হয়ে ২৭টি ম্যাচে ১৯টি গোল করেছেন ইঘালো। দিন সাতেক আগে ইঘালোর সঙ্গে চুক্তি শেষ করে আল হিলাল। মনে করা হয়েছিল মেসিকে জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু মেসি শেষ পর্যন্ত যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। ফলে ইঘালোর বদলি হিসাবে অন্য কাউকে নিতে হবে আল হিলালকে। সেরা একাদশের দলে আল নাসেরের দু’জন সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন লুইজ গুস্তাভো এবং কোনান।
রোনাল্ডোর আপাতত লক্ষ্য পরের মরসুমে আল নাসেরকে ঘরোয়া লিগ জেতানো এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভাল ফল করে। কিন্তু এ বার আল ইত্তিহাদ তাদের লড়াই দিতে পারে। সেই দলে যোগ দিয়েছেন করিম বেঞ্জেমা।