খেলার মাঝেই হঠাৎ হৃদযন্ত্রে সমস্যা হয়েছিল এরিকসেনের। —ফাইল চিত্র
২০২০ সালে ইউরো কাপে খেলার সময় হঠাৎ হৃদযন্ত্রে সমস্যা হয় ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেনের। তার পর থেকেই মাঠে নামা বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। ২৯ বছরের এরিকসেন ফের মাঠে ফিরলেন। নিজেই শুরু করলেন অনুশীলন।
এরিকসেনের ছোটবেলার ক্লাব ওডেন্স বোল্ডক্লুবের মাঠে নিজে নিজেই অনুশীলন করতে শুরু করেছেন তিনি। ক্লাবের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ক্লাবের মুখপাত্র বলেন, “ছোটবেলায় এখানেই খেলত এরিকসেন। কাছেই থাকে, তাই এখানে অনুশীলন করা খুব অবাক করার বিষয় নয়।”
২০০৮ সালে আয়াখস ক্লাবে যোগ দেওয়ার আগে ডেনমার্কের এই ক্লাবে খেলতেন এরিকসেন। ২০১৩ সালে টটেনহ্যামে যোগ দেন তিনি। ২০২০ সালে ইন্টার মিলানে খেলতে যান এরিকসেন। তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এরিকসেন ক্লাব ছাড়তে চাইলে তারা আটকাবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy