E-Paper

বিশ্বকাপের পরেই ফ্রান্সের দায়িত্ব ছাড়ছেন দেশঁ, চর্চায় জ়িদান

ফরাসি সংবাদমাধ্যমের দাবি, দেশঁ-র পরে ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কিংবদন্তি জ়িনেদিন জ়িদান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ০৬:৫৭
চর্চায়: বিশ্বকাপ জয় সেরা স্মৃতি দেশঁর। দায়িত্বে হয়তো জ়িদান। 

চর্চায়: বিশ্বকাপ জয় সেরা স্মৃতি দেশঁর। দায়িত্বে হয়তো জ়িদান।  —ফাইল চিত্র।

পরের বছরই আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। প্রতিযোগিতা শেষ হলেই দায়িত্ব ছাড়তে চলেছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ। বুধবার সাংবাদিক বৈঠকে নিজেই ঘোষণা করলেন তিনি। ফরাসি সংবাদমাধ্যমের দাবি, দেশঁ-র পরে ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কিংবদন্তি জ়িনেদিন জ়িদান।

২০২৬ বিশ্বকাপের পরেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দেশঁ-র। চুক্তিবৃদ্ধিতে আগ্রহী নন বিশ্বকাপজয়ী কোচ। তিনি বলেন, “ ২০২৬ সালেই আমি দায়িত্ব থেকে অব‌্যাহতি নেব। আমার কাছে এই ঘটনা নিয়ে বেশি কিছু ভাবার নেই।” আরও বলেন, “প্রথম দিন থেকে সমান ইচ্ছে এবং সাফল‌্যের সর্বোচ্চ খিদে নিয়ে দলকে চালনা করেছি। একটা সময় সকলকেই থামতে হয়। আমার মনে হয়েছে পরের বছরই থামার সেরা সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দল ফিফা ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।”

প্রসঙ্গত ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পরে তিনটি বড় মাপের প্রতিযোগিতায় দেশকে সাফল‌্য এনে দিয়েছেন তিনি। ২০১৬ সালে ইউরো কাপে রানার্স হয় ফ্রান্স। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করেন দেশঁ। ২০২২ সালে কাতার বিশ্বকাপে রানার্স হয় ফ্রান্স।

বিশ্বফুটবলে তৃতীয় ব‌্যক্তি হিসেবে কোচ এবং ফুটবলার হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেশঁ-র দখলে। ১৯৯৮ সালে দেশের মাটিতে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস‌্য ছিলেন তিনি। ফ্রান্স জাতীয় দলে সবচেয়ে বেশি সময় কোচিং করানোর নজিরও গড়েছেন ৫৬ বছর বয়সি দেশঁ। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো বলেছেন, “সবাই জানে যে ২০২৬ সালের বিশ্বকাপের পরেই চুক্তি শেষ হচ্ছে দেশঁ-র। ঘটনা হল, তিনি নিজেই আপাতত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনও উৎসাহই দেখাননি।” জল্পনা, দেশঁ-র পরে ফ্রান্সের কোচ কে হচ্ছেন সেটা নিয়েই। ফরাসি সংবাদমাধ‌্যমের একাংশের দাবি, কিংবদন্তি জ়িদানের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাই বেশি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

france Football Coach

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy