এক সম্পর্কে থাকতে থাকতে কি অন্য একটি সম্পর্কে জড়িয়েছেন ইংল্যান্ড ও ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার ফিল ফডেন। সেই খবর কি জানতে পেরে গিয়েছেন তাঁর প্রেমিকা রেবেকা কুক। নইলে ও ভাবে প্রকাশ্যে কেন ফডেনকে গালিগালাজ করলেন তিনি। ছুটি কাটাতে গিয়ে তাঁদের এই প্রকাশ্য বিবাদ উত্তাপ ছড়িয়েছে ইংল্যান্ডের ফুটবল মহলে।
ছুটি কাটাতে গ্রিসের কোর্ফুতে গিয়েছেন ফডেন ও রেবেকা। সেখানে সৈকতে ফডেনের উপর চিৎকার করতে দেখা যায় রেবেকাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইংল্যান্ডের ফুটবলারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন রেবেকা। ফডেন তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন। তাতে কাজ হয়নি। ক্ষুব্ধ রেবেকাকে সেখান থেকে চলে যেতে দেখা যায়।