মরসুম শুরু হওয়ার আগে স্পেনের দ্বীপে ছুটি কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানে রয়েছেন তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেস এবং সন্তানরাও। রোনাল্ডোকে ছাপিয়ে হঠাৎই শিরোনামে চলে এসেছেন জর্জিনা। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ছবি উত্তাপ ছড়াতে শুরু করেছে। রোনাল্ডোর অনুরাগীরাও জর্জিনার শারীরিক সৌন্দর্যে মুগ্ধ।
স্পেনের মায়োরকাতে পরিবারকে নিয়ে রয়েছেন রোনাল্ডো। কিছু দিন আগেই তাঁর গাড়ি দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছিল। যদিও রোনাল্ডো সেই গাড়িতে ছিলেন না। এখন বান্ধবীর কারণে আবার চর্চায় রোনাল্ডো। পর্তুগিজ ফুটবলার নিজেও ইনস্টাগ্রামে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন। জর্জিনার ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে বেশি। নীল সমুদ্রে ভাসমান বোটে বিকিনি পরা ছবি পোস্ট করেছেন জর্জিনা। অনুরাগীরা ছবি দেখে মুগ্ধ।