আইপিএলে জমে গিয়েছে শেষ চারের লড়াই। প্রথম তিনটি স্থান নিশ্চিত হয়ে গিয়েছে। চতুর্থ স্থানের জন্যে লড়াই করছে পাঁচটি দল। অবস্থাটা প্রায় একই ইংলিশ প্রিমিয়ার লিগেও। সেখানে প্রথম দু’টি দল নিশ্চিত। তৃতীয় স্থানেও যারা রয়েছে, তারাও সুবিধাজনক স্থানে। চতুর্থ স্থানের জন্য লড়াই করছে দু’টি দল। আইপিএলে প্রথম চারে শেষ করলে ট্রফি জেতার সুযোগ থাকে কোয়ালিফায়ার বা এলিমিনিটের খেলে। ইপিএলে প্রথম স্থান বাদে বাকি কোনও দলের কাছে ট্রফি জেতার সুযোগ নেই। কিন্তু প্রথম চারে শেষ করলে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ থাকে বলে লড়াইটা বেশি।
এ বারের ইপিএলে অবশ্য ট্রফি পাওয়া নিয়েও দুর্দান্ত লড়াই হচ্ছে। ম্যাঞ্চেস্টার সিটি এবং লিভারপুল, কে ঘরোয়া খেতাব জিতবে তা জানতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত। ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে লিভারপুল। রবিবার সিটির শেষ ম্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে। লিভারপুল খেলবে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিরুদ্ধে। দু’দলের কাছেই সহজ প্রতিপক্ষ। ফলে সিটি কিছুটা হলেও এগিয়ে।