ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে জিতলে ররিবারই কার্যন্ত নিশ্চিত হয়ে যেত ম্যাঞ্চেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু খেলা শেষ হওয়ার চার মিনিট আগে রিয়াদ মাহরেজ় পেনাল্টি নষ্ট করায় উদ্বেগ বাড়ল ম্যান সিটি সমর্থকের। এখন যা পরিস্থিতি তাতে শেষ ম্যাচে যে কোনও মূল্য জিততেই হবে কেভিন দ্য ব্রুনইদের।
এই মুহূর্তে ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে ইপিএল টেবলের শীর্ষ স্থানে রয়েছে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে শেষ ম্যাচে জিতলে ৯৩ পয়েন্ট হবে ম্যান সিটির। বাকি দু’টি ম্যাচে লিভারপুল জিতলে শেষ করবে ৯২ পয়েন্ট নিয়ে। অর্থাৎ, পেপ গুয়ার্দিওলার দল যদি পয়েন্ট নষ্ট করে, সেক্ষেত্রে মহম্মদ সালাহদের সামনে শেষ দু’টি ম্যাচে জিতে ইপিএল ছিনিয়ে নেওয়ার সুযোগ থাকবে। পেপ গুয়ার্দিওলা বলেছেন, ‘‘পরের সপ্তাহে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যাচে স্টেডিয়াম পুরো ভর্তি থাকবে। আমাদের দলের ফুটবলাররা এবং সমর্থকেরা নিজেদের জীবন দেওয়ার জন্য তৈরি থাকবে।’’
হার আর্সেনালের: ইপিএলে প্রথম চারে থাকতে মরিয়া আর্সেনাল ধাক্কা খেল সোমবার। গানার্সরা ০-২ হারল নিউক্যাসলের কাছে। ৫৫ মিনিটে বেন হোয়াইটের আত্মঘাতী গোল পিছিয়ে দেয় আর্সেনালকে। ৮৫ মিনিটে ব্রুনো গিমারায়েস ব্যবধান বাড়ান। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আর্সেনাল।