Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Manchester Derby

ইউনাইটেডের ভয়, সিটির ভরসা, রবিবার ম্যাঞ্চেস্টার ডার্বির আগে আলোচনায় শুধু আর্লিং হালান্ড

গত কয়েক বছরের মতো ইপিএলে এ বারের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতেও এগিয়ে থেকে নামছে পেপ গুয়ার্দিওলার দলই। এ বার তারা আরও বেশি এগিয়ে থাকবে হালান্ডের জন্যেই। ইপিএলে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন নরওয়ের ফুটবলার।

ম্যাঞ্চেস্টার ডার্বিতে নজর হালান্ডের দিকে।

ম্যাঞ্চেস্টার ডার্বিতে নজর হালান্ডের দিকে। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ২১:২৫
Share: Save:

আর্লিং হালান্ড কি গোলের ঝড় বজায় রাখবেন ডার্বিতেও? নাকি এরিক টেন হ্যাগের দল কোনও অঘটন ঘটাবে? রবিবার ম্যাঞ্চেস্টার ডার্বি শুরু হওয়ার আগে এ রকম অনেক প্রশ্নই ঘোরাফেরা করছে। সব কিছুরই উত্তর পাওয়া যাবে ম্যাচের পর। তবে একটা বিষয় নিয়ে কোনও সন্দেহ নেই। গত কয়েক বছরের মতো ইপিএলে ম্যাঞ্চেস্টার ডার্বিতে এগিয়ে থেকে নামছে পেপ গুয়ার্দিওলার দলই। এ বার তারা আরও বেশি এগিয়ে থাকবে হালান্ডের জন্যেই।

ইপিএলের পয়েন্ট তালিকায় সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। তিন ধাপ পিছনে ১২ পয়েন্টে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শেষ চারটি ম্যাচ জিতে টেন হ্যাগের ইউনাইটেড খেলতে নামবে গুয়ার্দিওলার সিটির বিরুদ্ধে। তবে পয়েন্টের ব্যাপার নয়। ইউনাইটেডের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম হালান্ড। সিটির হয়ে নয় ম্যাচে ১১ গোল করা হালান্ড যে ম্যাঞ্চেস্টার ডার্বির আকর্ষণ হয়ে উঠতে চলেছেন তা নিয়ে সন্দেহ নেই।

মাঝে সামান্য চোট পেলেও শুক্রবারই গুয়ার্দিওলা স্পষ্ট করে দিয়েছেন, হালান্ড এখন সম্পূর্ণ চোটমুক্ত। গুয়ার্দিওলার কথায়, “ডর্টমুন্ডে থাকার সময় গত বছর অনেক চোট পেয়েছিল হালান্ড। এখানেও কিছুটা ছোট চোট নিয়ে এসেছিল। কিন্তু এখন সব সেরে গিয়েছে। ফলে ওর নিয়মিত খেলতে অসুবিধা নেই।” ইউনাইটেডের কাছে যে এই কথা আতঙ্কের হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই। কেলভিন ফিলিপস এবং জন স্টোন্সের হালকা চোট বাদে সিটিতে সে ভাবে কোনও চোটের সমস্যা নেই। কাইল ওয়াকার সম্পূর্ণ ফিট না হলেও তাঁর অনেক বিকল্প রয়েছে দলে। ডার্বিতে ফিরতে পারেন আয়মেরিক লাপোর্তে।

ইউনাইটেডের কোচ টেন হ্যাগ অবশ্য দলকে বারণ করেছেন হালান্ডকে নিয়ে বেশি না ভাবতে। বলেছেন, “আমরা হালান্ডের বিরুদ্ধে নয়, ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলতে নামব। নিজেদের দক্ষতা উপরে বিশ্বাস রাখছি। ঠিক মতো খেলতে পারলে সিটিকে হারানো সম্ভব।” ইউনাইটেডের আরও একটি চিন্তা রয়েছে। ইংল্যান্ডের হয়ে খেলতে গিয়ে তুমুল সমালোচিত হয়েছেন হ্যারি ম্যাগুয়ের। জার্মানির বিরুদ্ধে তাঁর দোষে গোল খেয়েছে দল। ক্লাবের হয়েও আহামরি খেলতে পারেননি।

তবে কোচকে পাশে পেয়েছেন ম্যাগুয়ের। টেন হ্যাগ বলেছেন, “আমি ওর পাশে দাঁড়াচ্ছি, কারণ ম্যাগুয়েরের প্রতি আমার বিশ্বাস রয়েছে। কোচিং করিয়ে বুঝেছি, ওর পজিশনিং খুবই ভাল। অনুশীলনেও ভাল খেলেছে।”

প্রশ্ন থাকছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়েও। এ বার পর্তুগিজ তারকাকে প্রথম একাদশে প্রায় রাখছেনই না টেন হ্যাগ। বেশিরভাগ ম্যাচেই পরিবর্ত হিসাবে নামছেন। তবে রবিবার তাঁকে প্রথম থেকেই দেখা যায় কিনা, সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE