দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পাঁচতারা ব্রাজিল। শুক্রবার ফিফা ফ্রেন্ডলিতে সেলেকাওরা ৫-০ গোলে চূর্ণ করেছে কোরিয়াকে। জোড়া গোল চেলসির ১৮ বছর বয়সিউইঙ্গার এস্তেভাওয়ের।
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। ১৩ মিনিটে মিডফিল্ডার ব্রুনো গুইমারেসের থ্রু থেকে ১-০ করেন এস্তেভাও। বিরতির চার মিনিট আগে ব্যবধান বাড়ান রদ্রিগো। দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসন দেখা যায় ব্রাজিলের খেলায়। ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এস্তেভাও। আগামী বছরে বিশ্বকাপের আগে আগাম সতর্কবার্তাও পাঠিয়ে রাখলেন বাকি বিশ্বকে।
দু’মিনিট পরে রদ্রিগো ৪-০ করেন। বারবার এস্তেভাও, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র ত্রয়ী কোরিয়ার ডিফেন্সকে নাস্তানাবুদ করছিলেন। স্কোরশিটে নাম তোলা থেকে পিছিয়ে থাকেননি ভিনিও। ৭৭ মিনিটে তিনি ৫-০ করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)