কেমন পরিস্থিতিতে রয়েছে ভারতীয় ফুটবল। বলা ভাল, ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তা সরেজমিনে খতিয়ে দেখতে আসছে ফিফা এবং এএফসি-র যৌথ প্রতিনিধি দল।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতিদিনের কাজ দেখভালের জন্য প্রশাসকমণ্ডলী তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কী ভাবে চলছে ভারতীয় ফুটবলের কর্মকাণ্ড, তা খতিয়ে দেখতে জুন মাসে ভারতে আসবে ফিফা এবং এএফসি-র যৌথ প্রতিনিধি দল।
এআইএফএফ-র এক কর্তা বলেছেন, ‘‘আমরা আশা করছি বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বাহ্যিক হস্তক্ষেপের অভিযোগে আমাদের নির্বাসিত হতে হবে না। যদিও ওঁরা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং কাজকর্ম কী ভাবে চলছে সে সব খতিয়ে দেখবেন।’’ কারণ, কোনও দেশের ফুটবল সংস্থার উপর রাজনৈতিক বা সরকারি নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ বরদাস্ত করে না ফিফা।