Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Pep Guardiola

EPL: খেতাবি ম্যাচের আগে শান্ত গুয়ার্দিওলা, ক্লপ

টানটান পরিস্থিতিতে দাঁড়িয়ে পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, তাঁর কাছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের থেকে অনেক বেশি তৃপ্তিদায়ক ইপিএল জেতা।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২২ ০৭:২৯
Share: Save:

ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে আটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। অ্যানফিল্ডে সেই মুহূর্তে উলভস হার মানল লিভারপুলের বিরুদ্ধে। আজ রবিবার ইপিএল খেতাবি ফয়সালার দিনে এমন দুই ফলাফল দেখা গেলে কি হতে পারে?

সোজাসাপ্টা অঙ্ক বলছে, ৩৭ ম্যাচে ৯০ পয়েন্টে দাঁড়িয়ে থাকা ম্যান সিটি রয়েছে শীর্ষে। ম্যাচ ড্র হলে পয়েন্ট দাঁড়াবে ৯১। হারলে ৯০ পয়েন্টেই থেমে যাবে ম্যন সিটির অভিযান। সমসংখ্যক ম্যাচ খেলে ৮৯ পয়েন্টে দু’নম্বরে দাঁড়িয়ে থাকা লিভারপুল শেষ ম্যাচে জয় পেলে পয়েন্ট দাঁড়াবে ৯২। সে ক্ষেত্রে এক পয়েন্টের ব্যবধানে ইপিএল ট্রফি ঢুকবে অ্যানফিল্ডে। সঙ্গে এই মরসুমে চতুর্মুকুট জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবে য়ুর্গেন ক্লপের দল।

টানটান পরিস্থিতিতে দাঁড়িয়ে পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, তাঁর কাছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের থেকে অনেক বেশি তৃপ্তিদায়ক ইপিএল জেতা। তাই শেষ ম্যাচে যেটা করণীয়, ফুটবলাররা সেটা করবেন। গুয়ার্দিওলা বলেন, ‘‘অনেক ভাল ও খারাপ মুহূর্তের অভিজ্ঞতা হয়েছে। শেষ ম্যাচের আগে স্নায়ুর চাপে ভুগছি না। ভিলার বিরুদ্ধে গোল খেলে বা খেলায় ছন্দ না থাকলেও লক্ষ্যে অবিচল থাকব। এই পরিস্থিতিতে সেটাই শ্রেষ্ঠ কৌশল।’’

লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলেছেন, ‘‘অন্য দল কতটা চাপে আছে, তা বলা সম্ভব নয়। আমাদের কোনও চাপ নেই। যদি সত্যি হারানোর কিছু থাকত, তা হলেই চাপে থাকার প্রশ্ন উঠত। কিন্তু আমাদের হারানোর কিছুই নেই। আমার দলের ফুটবলাররা খোলা মনে শেষ ম্যাচটা খেলবে।’’

ড্র রিয়ালের: লা লিগা চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। শুক্রবার শেষ ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছে রিয়াল বেতিসের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pep Guardiola EPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE