Advertisement
E-Paper

মেসি সফরের প্রদর্শনী ম্যাচ খেলিয়ে অপরাধ, এক বছর নির্বাসিত রেফারি, ছ’মাস নির্বাসিত আরও চার

লিয়োনেল মেসির কলকাতা সফরের দিন যুবভারতীতে ম্যাচ খেলানোর জন্য নির্বাসিত হলেন চার রেফারি। আইএফএ শাস্তি দিয়েছে সে দিনের ম্যাচ কমিশনারকেও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:০৮
picture of Football

যুবভারতীতে লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

লিয়োনেল মেসির কলকাতা সফরের দিন যুবভারতীতে আয়োজিত প্রদর্শনী ম্যাচের রেফারিদের এবং ম্যাচ কমিশনারকে শাস্তি দিল আইএফএ। মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচের রেফারি রোহন দাশগুপ্তকে এক বছর নির্বাসিত করেছে আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটি। বাকিদের ছ’মাসের নির্বাসন হয়েছে।

অনুমতি না নিয়ে প্রদর্শনী ম্যাচ খেলানোয় শাস্তি হয়েছে রেফারি এবং ম্যাচ কমিশনারের। ওই ম্যাচের তিন সহকারী রেফারি দেবদত্ত মন্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্করকে ছ’মাস নির্বাসিত করা হয়েছে। একই শাস্তি হয়েছে ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীরও। শাস্তি চলাকালীন তাঁরা আইএফএ পরিচালিত কোনও ম্যাচের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। বিষয়টি জানানো হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, ‘‘আইএফএ অননুমোদিত কোনও ম্যাচ খেলাতে পারেন না রেফারিরা। তা ছাড়া কোনও অনুমতি না নিয়েই ম্যাচ খেলিয়েছেন অভিযুক্তেরা। সিআরএকেও জানানো হয়নি। তাই নিয়ম অনুযায়ী শাস্তি হয়েছে।’’

মঙ্গলবার আইএফএ দফতরে তলব করা হয় চার রেফারিকে। নীলরতন ছাড়া সকলে এসেছিলেন। শুনানিতে অভিযুক্তেরা নিজের দোষ স্বীকার করে নেন। বুধবার হাজিরা দেন নীলরতন এবং অপরূপ। সকলের বক্তব্য শোনার পর আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটি শাস্তি ঘোষণা করে।

যুবভারতীর প্রদর্শনী ম্যাচের জন্য চার রেফারি এবং অপরূপের সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্ত। গত কলকাতা লিগে তিনি ডালহৌসির কোচ ছিলেন। তাঁকেও তলব করেছে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা।

IFA Match Referee Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy