ভারতীয় ফুটবলে বিতর্ক থামছেই না। অনূর্ধ্ব-১৭ দলের সহকারি কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। জানা গিয়েছে, এক নাবালিকা ফুটবলারের সঙ্গে অভব্যতা করেছেন। কোচ দু’জনকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান। তার পরেই ওই সহকারি কোচকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
চার মাস পরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ। তার আগে ইউরোপে প্রস্তুতি প্রতিযোগিতা খেলতে গিয়েছে ভারতের মহিলা দল। ঘটনাটি ঘটেছে ইটালিতে। যে নাবালিকার সঙ্গে ওই ঘটনা ঘটেছে, তার রুমমেটের দৌলতে ঘটনা সামনে আসে। রুমমেট দলের এক কর্মীকে জানায়, ওই নাবালিকা ফুটবলারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে খোঁজা শুরু হয়। জানানো হয় কোচ টমাস ডেনারবিকে। শোনা গিয়েছে, সহকারি কোচের ঘরে নাবালিকাকে পাওয়া যায়। সহকারি কোচ কিছু স্বীকার করতে চাননি। তবে তাঁর ফোন ঘেঁটে ওই নাবালিকার সঙ্গে অপ্রীতিকর কিছু ছবি এবং বার্তা চালাচালি দেখতে পাওয়া যায়।