এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার পরে শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মরসুমের প্রথম গোল করেছেন ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের ফুটবলার জনি কাউকো। সেই সঙ্গে টানা ১০ ম্যাচ অপরাজিত দল। এ ভাবে খেললে এ বারের আইএসএল-এ মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করছেন কাউকো।
নতুন দলের হয়ে গোল করতে পেরে খুশি কাউকো। তিনি বলেন, ‘‘গোল করতে ও করাতে পেরে আমি রোমাঞ্চিত। এর আগেও অনেক গোল করেছি। কিন্তু সবুজ-মেরুন জার্সিতে এই প্রথম গোল। তাই অন্য রকম অনুভূতি হচ্ছে। এই দিনটার অপেক্ষা করছিলাম।’’