আইএসএল-এর শেষ চারে চলে গিয়েছে এটিকে মোহনবাগান। এখন লক্ষ্য হওয়া উচিৎ একটাই, চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু তার আগে সবুজ-মেরুনের লক্ষ্য জামশেদপুর এফসি-কে লিগের শেষ ম্যাচে হারানো। কারণ, আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার থেকেও পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলাটাই এটিকে মোহনবাগানের প্রথম লক্ষ্য।
রয় কৃষ্ণ, প্রীতম কোটালের কথাতে সেই লক্ষ্যটাই ফুটে উঠছে। বৃহস্পতিবার চেন্নাইয়িন এফসি-কে হারানোর পরে কৃষ্ণ বলেন, ‘‘চেন্নাইয়িন খুব ভাল দল। ওদের হারানো সহজ ছিল না। যাই হোক আমরা প্লে-অফে উঠে গিয়েছি। এ বার লক্ষ্য, পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা। তার জন্য সোমবার জামশেদপুরকে হারানো জরুরি। ওরা শক্তিশালী দল। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। আমরা লিগ শীর্ষে যেতে পারি। অবশ্যই সেই সুযোগ আমাদের সামনে রয়েছে। সমর্থকরা চেয়েছিলেন, আমরা প্লে-অফে যাই। সেটা হয়ে গিয়েছে। এখন লিগের শেষ ম্যাচটা নিয়ে ভাবছি। তার পর প্লে-অফ রয়েছে।’’
প্রীতমের কথাতেও পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার লক্ষ্য। বলেন, ‘‘জামশেদপুর ম্যাচটাই আমাদের কাছে ফাইনাল ম্যাচ। কারণ, এখন আমাদের এক মাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের ছাড়পত্র অর্জন করা।’’