Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
Brazil Football

ছোটদের বিশ্বকাপে অঘটন, ইজরায়েলের কাছে হেরে বিদায় ব্রাজিলের

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে দু’বার এগিয়ে গিয়েও সেমিফাইনালে উঠতে পারল না তারা। চমক দেখাল ইজরায়েল।

picture of Brazil U20 football team

ব্রাজিলের ফুটবলারদের এই উচ্ছ্বাস স্থায়ী হল না অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৩ ১৫:১২
Share: Save:

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে অঘটন। ইজরায়েলের কাছে হেরে ছিটকে গেল ব্রাজিল। ৩-২ ব্যবধানে জিতে প্রতিযোগিতার শেষ চারে চলে গেল ইজরায়েল। সেমিফাইনালে উঠেছে ইতালিও।

দু’টি পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি ইজরায়েলের ফুটবলাররা। তবু কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল তারা। দু’বার এগিয়ে যাওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। চড়া মেজাজের ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে জয় পায় ইজরায়েল। সেমিফাইনালে ইজরায়েলকে খেলতে হবে উরুগুয়ে এবং আমেরিকা ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে।

ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই। মার্কোস লিয়োনার্দোর গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। গোল খেয়ে আক্রমণের তীব্রতা বাড়ায় ইজরায়েল। ৪ মিনিট পরেই আনান খলাইলি হেড থেকে গোল করে ইজরায়েলের পক্ষে সমতা ফেরান। নির্ধারিত সময় কোনও দলই আর গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের শুরুতেই ব্রাজিলকে আবার এগিয়ে যায় ম্যাথিউস ন্যাসিমেন্টোর গোলে। ঠিক ২ মিনিট পরেই সমতা ফেরায় ইজরায়েল। এ বার গোল করেন হামজা শিবি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মুহূর্তে ডেভিড টুরগেমান ব্রাজিলের রক্ষণ ভাগের দুই ফুটবলারকে কাটিয়ে বল নিয়ে ঢুকে যান প্রতিপক্ষের বক্সে। ইজরায়েলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দিতে ভুল করেননি তিনি। এই গোলই তাদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দেয়।

ব্রাজিল শেষ আটের লড়াইয়ে হেরে গেলেও প্রতিযোগিতার সেমিফাইালে পৌঁছেছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা শক্তি ইতালি। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। সেমিফাইনালে ইতালিকে খেলতে হবে নাইজেরিয়া এবং দক্ষিণ কোরিয়া ম্যাচের জয়ীদের বিরুদ্ধে। এ বারের প্রতিযোগিতা হচ্ছে আর্জেন্টিনায়। আগেই বিদায় নিয়েছে আয়োজকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE