Advertisement
২০ এপ্রিল ২০২৪
Lionel Messi

UCL: চোটে কাবু মেসিকে পাচ্ছে না পিএসজি

ধাক্কা: এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি মেসি।

ধাক্কা: এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি মেসি। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ০৫:৩১
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগে আজ, বুধবার আরবি লাইপজ়িগের বিরুদ্ধে লিয়োনেল মেসিকে পাচ্ছে না প্যারিস সাঁ জারমাঁ। আর্জেন্টিনীয় কিংবদন্তির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা রয়েছে। হাঁটুর ব্যথাতেও কষ্ট পাচ্ছেন। তাঁকে বিশ্রাম দেওয়া ছাড়া উপায় নেই।

মেসি শুক্রবার লিগে লিল-এর বিরুদ্ধে প্রথমার্ধের পরে নামেননি। ম্যানেজার মৌরিসিয়ো পোচেত্তিনো আশা করেছিলেন, তিনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু পরপর দু’দিন অনুশীলন করতে পারেননি তিনি। মঙ্গলবার পিএসজির পক্ষ থেকে বলে দেওয়া হল, তিনি খেলবেন না। প্রসঙ্গত লাইপজ়িগকে প্রথম সাক্ষাতে প্যারিসের ক্লাব ৩-২ হারায় মেসির জোড়া গোলের সৌজন্যেই।

বুধবার ক্লুব ব্রুহের বিরুদ্ধে নামবে ম্যাঞ্চেস্টার সিটি। ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেছেন, ‘‘আসল ব্যাপার, ইতিবাচক ভাবে খেলে যাওয়া।’’ বুধবার লিভারপুলের সামনে আতলেতিকো দে মাদ্রিদ। স্পেনে প্রথম ম্যাচে লুইস সুয়ারেসদের ৩-২ হারিয়েছেন মহম্মদ সালাহরা।

রিয়াল মাদ্রিদ খেলবে শাখতার ডনেস্কের বিরুদ্ধে। করিম বেঞ্জেমাদের হারানো শেরিফ টিরাসপোল (ছ’পয়েন্ট) গ্রুপে শীর্ষে রয়েছে। টিরাসপোলকে খেলতে হবে ইন্টার মিলানের (চার পয়েন্ট) সঙ্গে।

জয় চেলসির: মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে চেলসি ১-০ হারিয়েছে মালমোকে। ম্যাচের ৫৬ মিনিটে ক্যালাম হাডসন ওদোই-এর পাস থেকে গোল করেন মরক্কোর ফুটবলার হাকিম জ়িয়েচ। ‘এইচ’ গ্রুপে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থোমাস টুহলের দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi PSG UEFA Champions League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE