চ্যাম্পিয়ন্স লিগে ফের হতে চলেছে টানটান লড়াই। আবার মুখোমুখি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিয়োনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি প্রকাশিত হল সোমবার। সেখানেই ঠিক হয় মেসির প্যারিস সঁ জঁ ও রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একে অপরের মুখোমুখি হচ্ছে।
এমনিতে এই দুই দলের সাক্ষাৎ নিয়ে আগে কোনও উৎসাহ ছিল না। স্রেফ উল্লেখযোগ্য ম্যাচের তকমা পেত। কিন্তু মেসি প্যারিসে এবং রোনাল্ডো ম্যাঞ্চেস্টারে যোগ দেওয়ায় অন্য মাত্রা পেতে চলেছে এ বারের ম্যাচ। এই নিয়ে টানা তিন বছর মুখোমুখি হচ্ছে দুই দল।
২০১৮-১৯ মরসুমে প্রথম সাক্ষাতে ম্যাঞ্চেস্টারে গিয়ে ২-০ জিতেছিল পিএসজি। এরপর প্যারিসে গিয়ে তাদের ৩-১ হারিয়ে দেয় ম্যাঞ্চেস্টার। অ্যাওয়ে গোলের সুবাদে পরের পর্বে যায় তারা। গত বছর গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। দুই দলই বিপক্ষের মাঠে গিয়ে জয় পেয়েছে।
Messi & Ronaldo meet again! ❤️
— UEFA Champions League (@ChampionsLeague) December 13, 2021
Who will come out on top this time?#UCLdraw | #UCL pic.twitter.com/bqjX3CWhNV
আরও পড়ুন:
এ বার প্যারিস প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলবে। প্রথম পর্বের খেলা হবে ১৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বের খেলা হবে ৮ মার্চ।
গত বারের বিজয়ী চেলসি খেলবে ফ্রান্সের লিলের বিপক্ষে। রানার্স ম্যাঞ্চেস্টার সিটি খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। রোনাল্ডোর প্রাক্তন ক্লাব জুভেন্টাস মুখোমুখি স্পোর্টিং লিসবনের। রিয়াল মাদ্রিদের সামনে বেনফিকা। আতলেতিকো মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এ ছাড়া, লিভারপুলের মুখোমুখি সালজ্বুর্গ, ইন্টারের সামনে আয়াক্স।