লা লিগায় অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। কিছুতেই রোখা যাচ্ছে না কার্লো আনচেলোত্তির দলকে। রবিবার মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোকে ২-০ ব্যবধানে হারিয়ে দিল রিয়াল। লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল তারা। অপর দিকে, ফরাসি লিগে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে শততম গোলের নজির গড়লেন কিলিয়ান এমবাপে।
ছন্দের কারণে মাদ্রিদ ডার্বিতে অনেকেই এগিয়ে রেখেছিলেন রিয়ালকে। ম্যাচেও সেটাই দেখা গেল। খেতাবের লড়াইয়ে ফিরতে এই ম্যাচ জেতা জরুরি ছিল আতলেতিকোর কাছে। কিন্তু গোটা ম্যাচেই রিয়ালের দাপট দেখা গেল। আলাদা করে নজরে পড়েছে ভিনিসিয়াস জুনিয়রের খেলা। গোল না পেলেও ম্যাচে ফারাক গড়ে দিলেন তিনিই। দু’টি গোল করেছেন করিম বেঞ্জেমা এবং মার্কো আসেনসিয়ো।