আমেরিকার লিগে গিয়ে প্রথম বার সোনার বুট জেতার সামনে লিয়োনেল মেসি। গোল করেই চলেছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে ফর্মে রয়েছেন। নাশভিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন মেসি। সেই হ্যাটট্রিকে ভর করে মেজর সকার লিগের প্লে-অফে ইন্টার মায়ামি। নিজেদের ম্যাচ জিতেছে স্পেনের ক্লাব বার্সেলোনা। তবে সেই জয়ে মগজাস্ত্র কোচ হান্সি ফ্লিকের। ডিফেন্ডার রোনাল্ড আরাউজ়োকে স্ট্রাইকার বানিয়ে জিতেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ম্যাচ জিতেছে আর্সেনালও।
নাশভিলের বিরুদ্ধে ৫-২ গোলে জিতেছে মায়ামি। ৩৪ মিনিটে প্রথম গোল করেন মেসি। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য জোড়া গোল করে এগিয়ে যায় নাশভিল। গোল করেন স্যাম সারিজ ও জেকব শ্যাফেলবার্গ। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান মেসি। চার মিনিট পরে দলের তৃতীয় গোল করেন বাল্টাসার রদ্রিগেজ়। ৮১ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। সংযুক্তি সময়ে নাশভিলের কফিনে শেষ পেরেক পুঁতে দেন টেলাস্কো সেগোভিয়া।
চলতি মরসুমে মায়ামির হয়ে ২৮ ম্যাচে ২৯ গোল হয়ে গেল মেসির। যে গতিতে তিনি এগোচ্ছেন, তাতে এ বার প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়া থেকে কেউ তাঁকে আটকাতে পারবে না। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে শেষ করেছে মায়ামি। প্লে-অফে নাশভিলের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলবে তারা। গত বছর মায়ামিতে প্লে-অফে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি মেসি। এ বার তিনি সেই ব্যর্থতা পুষিয়ে নিতে চাইবেন।
লা লিগায় আগামী সপ্তাহে এল ক্লাসিকো। তার আগে জয়ে ফিরল বার্সা। জিরোনার বিরুদ্ধে ২-১ গোলে জিতল বার্সা। ১৩ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সা। ২০ মিনিটের মাথায় সমতা ফেরান অ্যাক্সেল উইটসেল। তার পর আর গোল হচ্ছিল না। ৮২ মিনিটের মাথায় ডিফেন্ডার আরাউজোকে স্ট্রাইকারের জায়গায় নামিয়ে দেন কোচ ফ্লিক। রবার্ট লেয়নডস্কি, রাফিনহা, ফেরান টোরেসরা না থাকায় ফাটকা খেলেন ফ্লিক। সেটা কাজে লাগে। অতিরিক্ত সময়ে গোল করে আরাউজো।
আরও পড়ুন:
বার্সার পয়েন্ট ৮ ম্যাচে ২২। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম রিয়াল মাদ্রিদের। তবে তাদের সামনে গেটাফের বিরুদ্ধে খেলা। সেই ম্যাচ জিতলে এল ক্লাসিকোতে নামার আগে এগিয়ে যাবে মাদ্রিদ। এল ক্লাসিকোতে নামার আগে অবশ্য কিছুটা চাপে বার্সা। কোচ ফ্লিক লাল কার্ড দেখায় সেই ম্যাচে বেঞ্চে থাকতে পারবেন না।
প্রিমিয়ার লিগে ছন্দে আর্সেনাল। ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। ৫৮ মিনিটেক মাথায় লিয়োনার্দো ট্রোসার্ডের করা একমাত্র গোলে জিতেছে তারা। ফুলহ্যামের বিরুদ্ধে গত মরসুমে পয়েন্ট তুলতে সমস্যায় পড়েছিল আর্সেনাল। এ বার অবশ্য ৩ পয়েন্ট পেয়েছে তারা। এই ম্যাচের পর পয়েন্ট তালিকায় শীর্ষে আর্সেনাল। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট তাদের। তিন পয়েন্ট পিছনে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ৪ পয়েন্ট পিছনে গত বারের চ্যাম্পিয়ন লিভারপুল। তবে এক ম্যাচ কম খেলেছে তারা।