Advertisement
E-Paper

কোচ বদলেই ভোলবদল! ম্যাঞ্চেস্টার ডার্বিতে সিটিকে শাসন করে জয় ইউনাইটেডের, রিয়ালকে জেতালেন এমবাপে

প্রতিবেশী ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২-০ জিতেছে তারা। অন্য দিকে, স্পেনের লিগে কিলিয়ান এমবাপের গোলে লেভান্তেকে ২-০ হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ২১:৫১
football

ইউনাইটেড ফুটবলারদের উচ্ছ্বাসের মুহূর্ত। ছবি: রয়টার্স।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসাবে যাত্রাটা ভাল ভাবেই শুরু করলেন মাইকেল ক্যারিক। তাঁর দায়িত্বে প্রথম ম্যাচেই প্রতিবেশী ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২-০ জিতেছে তারা। অন্য দিকে, স্পেনের লিগে কিলিয়ান এমবাপের গোলে লেভান্তেকে ২-০ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের কোচ আলভারো আরবেলোয়ার অধীনের প্রথম জয়।

বুধবার ম্যান ইউয়ের দায়িত্ব নেন ক্যারিক। মরসুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি হয়েছে। হাতে মাত্র ১৭টি ম্যাচ পাচ্ছেন। তবে প্রথম ম্যাচেই তাঁর দল যা ফুটবল খেলেছে তা প্রশংসনীয়। সিটির মতো লিগের লড়াইয়ে থাকা দলকে নাকানিচোবানি খাইয়েছে। তিনটি গোল অফসাইডে বাতিল হয়েছে ম্যান ইউয়ের। দু’বার ক্রস বার বাঁচিয়েছে সিটিকে। সব মিলিয়ে, দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে ম্যান ইউ।

তিন মিনিটেই হ্যারি ম্যাগুয়েরের হেড বারে লেগে বেরিয়ে যায়। যদিও সেই ক্রস থেকে গোল করা উচিত ছিল। এর পর অফসাইডে তাদের দু’টি গোল বাতিল করা হয়। দ্বিতীয়ার্ধে ম্যান ইউয়ের একের পর এক আক্রমণ আটকান সিটি গোলকিপার জিয়ানলুইজি ডোনারুম্মা। আমাদ দিয়ালো, ক্যাসেমিরো এবং ব্রায়ান এমবিউমোর শট আটকান।

৬৫ মিনিটে প্রথম গোল করে ম্যান ইউ। ব্রুনো ফের্নান্দেস পাস দিয়েছিলেন এমবিউমোকে। চলতি শটেই ক্যামেরুনের ফরোয়ার্ড গোল করেন। দ্বিতীয় গোল প্যাট্রিক ডোরগুর। এর পর আমাদের একটি শট পোস্টে লাগে। সংযুক্তি সময়ে ম্যান ইউয়ের হয়ে গোল করেন মেসন মাউন্ট। সেটিও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তত ক্ষণে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে। জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এসেছে ম্যান ইউ। সিটি দুইয়ে থাকলেও আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে।

ইপিএলে এ দিন চেলসি ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। জোয়াও পেদ্রো এবং কোল পামার গোল করেন। লিভারপুল ও বার্নলের খেলা ১-১ ড্র হয়েছে।

এ দিকে, নতুন কোচ আরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচেই দ্বিতীয় সারির দলের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ। এ দিন তারা জিতল কিলিয়ান এমবাপে এবং রাউল আসেনসিয়োর গোলে। তবে ম্যাচে কটাক্ষের সামনে পড়ত হল ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম এবং ফেডেরিকো ভালভার্দেকে। জ়াবি আলোন্সোকে কোচের পদ থেকে সরানোর নেপথ্যে এই তিন জনই ছিলেন বলে খবরে প্রকাশ পেয়েছে। সেই ফুটবলারদেরই কটাক্ষ করা হয়। বল ধরলেই ব্যঙ্গাত্মক শিস দেওয়া হচ্ছিল। ভিনিসিয়াসকে আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা গিয়েছে।

Manchester Derby Manchester City Manchester United Kylian Mbappe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy