Advertisement
০৩ মে ২০২৪
Football World Cup 2026

তিন বছর পরে বিশ্বকাপ ফুটবলে এমবাপে, নেমারদের সঙ্গে মাঠে নামার স্বপ্ন পর্ন মডেলের

ছোট থেকে ফুটবলের ভক্ত ডেবোরা। ব্রাজিলের একটি ক্লাবের ভক্ত তিনি। তিন বছর পরে বিশ্বকাপে নামতে চান আমেরিকার এই পর্ন মডেল।

picture of Debora Peixoto

আগামী বিশ্বকাপে সহকারী রেফারি হিসাবে ম্যাচ খেলাতে চান ডেবোরা। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ১৯:৪০
Share: Save:

ডেবোরা পেইজ়োটো সমাজমাধ্যমে পরিচিত এবং জনপ্রিয় মুখ। সমাজমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। তিনি আমেরিকার মডেল। একই সঙ্গে লন্ডনের একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটেও কাজ করেন। ভক্তদের জন্য নানা অনুপ্রেরণামূলক বক্তব্যও রাখেন তিনি। লাস্যময়ী এই মডেল এ বার তাঁর আর এক স্বপ্নের কথা জানিয়েছেন।

ফুটবল রেফারি হতে চান ডেবোরা। কানাডা এবং মেক্সিকোর সঙ্গে যৌথ ভাবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে আমেরিকা। সেই বিশ্বকাপে সহকারী রেফারির ভূমিকা পালন করতে চান ডেবোরা। এই বছরেই তিনি রেফারি হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়ার কথা ভেবেছেন। তবে নিজের দেশে নয়, রেফারির প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন ব্রাজিলকে। নেমারের দেশের মিনাস গেরাইস প্রদেশে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। রেফারির পোশাকে কয়েকটি ছবি দিয়েছেন সমাজমাধ্যমে।

সম্পূর্ণ অন্য জগতে বা অন্য পেশায় কি মানিয়ে নিতে পারবেন? ৩০ বছরের মডেল বলেছেন, ‘‘প্রথমত আমি এক জন মহিলা। ফুটবলে পুরুষদের আধিপত্যের কথা জানি। আমার মতো মহিলারা সেখানে আসতে চাইলে অবিশ্বাস্য মনে হতে পারে। দ্বিতীয়ত, আমি ‘ওনলিফ্যান্স’ নামে পর্নোগ্রাফিক একটি ওয়েবসাইটের জন্য কাজ করি। অনেকে মনে করতে পারেন, ওই ধরনের ওয়েবসাইটের হয়ে কাজ করি বলে মাথায় বুদ্ধি নেই। বেশি কিছু বুঝি না। মনে হতে পারে, অন্য কিছু উপভোগ করি না। কিন্তু বিষয়টা একদমই তেমন নয়।’’

ছোট থেকেই ফুটবল প্রিয় খেলা ডেবোরার। ব্রাজিলের ফুটবল ক্লাব ফ্ল্যামেঙ্গোর সমর্থক ডেবোরা। প্রিয় ক্লাবের সমর্থনেও সমাজমাধ্যমে নানা কিছু পোস্ট করেন তিনি। এ বার প্রিয় ক্লাবের দেশকেই বেছে নিয়েছেন রেফারির প্রশিক্ষণের জন্য। কাতার বিশ্বকাপে প্রথম বার মহিলা রেফারিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছিল ফিফা। তা দেখেই রেফারি হওয়ার ইচ্ছা হয়েছে ফুটবল ভক্ত আমেরিকার মডেলের। লাস্যময়ী মডেল বলেছেন, ‘‘এক দিন বাসে সফর করার সময় প্রথম ভাবনাটা আসে। আমার বাড়ির একটা ঘর শুধু ফুটবলের জন্যই সংরক্ষিত রেখেছি। আমি চাই সম্পূর্ণ নিরপেক্ষ এক জন রেফারি হতে।’’

সহকারী রেফারি হিসাবে কাজ শুরু করতে চান। স্বপ্ন আগামী বিশ্বকাপে নিজের দেশে আয়োজিত ফুটবল বিশ্বকাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া। খেলাতে চান দেশের বড় বড় ফুটবল ম্যাচ। ডেবোরা বলেছেন, ‘‘আমার পরিবারের সদস্য এবং ভক্তদের পাশে পাচ্ছি। সকলে আমাকে উৎসাহ দিচ্ছেন নতুন এই কাজের জন্য। তাঁদের উৎসাহ ছাড়া জীবনের এই নতুন অধ্যায় শুরু করার কথা ভাবতে পারতাম না।’’

এত দিন খোলামেলা পোশাকে ডেবোরাকে দেখে এসেছেন ভক্তরা। রেফারির পোশাকে তাঁকে কি মেনে নিতে পারবেন? এটা কোনও সমস্যা বলে মানতে নারাজ ডেবোরা। তাঁর চোখে এখন শুধুই বিশ্বকাপের ম্যাচ খেলানোর স্বপ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE