Advertisement
০২ মে ২০২৪
Kolkata Derby

ফিরছেন প্রথম দলের ফুটবলারেরা, থাকছেন হাবাসও, শনি ডার্বি মোহনবাগানের বদলার ম্যাচ

ইস্টবেঙ্গলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছিল। এ বার আইএসএলে সেই দলের সামনে মোহনবাগান। দলের শক্তি আগের থেকে বৃদ্ধি পেয়েছে। শনিবার তাই কলকাতা ডার্বিতে মাঠের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সমর্থকেরা।

habas

অনুশীলনে কড়া নজর কোচ আন্তোনিয়ো হাবাসের। ছবি: এক্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৩
Share: Save:

মোহনবাগান সুপারজায়ান্টের বিরুদ্ধে শনিবার খেলতে নামবে সুপার কাপজয়ী ইস্টবেঙ্গল। সবুজ-মেরুনের কাছে এই ম্যাচ অবশ্যই বদলা নেওয়ার। ইস্টবেঙ্গলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছিল। এ বার আইএসএলে সেই দলের সামনে মোহনবাগান। দলের শক্তি আগের থেকে বৃদ্ধি পেয়েছে। শনিবার তাই কলকাতা ডার্বিতে মাঠের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় সমর্থকেরা।

সুপার কাপে খেলার সময় মোহনবাগান বেশ কিছু ফুটবলারকে পায়নি। সেই সময় ভারতীয় দলের হয়ে খেলতে গিয়েছিলেন তারা। শনিবারের ডার্বিতে দেখা যেতে পারে মনবীর সিংহ, দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, শুভাশিস বসু এবং বিশাল কাইতের মতো ভারতীয় দলে খেলতে যাওয়া ফুটবলারদের। তবে আশিক কুরুনিয়ানের চোট এখনও সারেনি। সাহাল আব্দুল সামাদ অনুশীলন শুরু করলেও ডার্বি খেলতে পারবেন কি না স্পষ্ট নয়।

ভারতীয় দলের এত জন ফুটবলার ফেরায় ডার্বিতে শক্তি বাড়ল মোহনবাগানের। আর তা দ্বিগুণ হল কোচ আন্তোনিয়ো হাবাসকে কোচ হিসাবে পেয়ে। সুপার কাপের ডার্বিতে নিয়মের কারণে তিনি বেঞ্চে থাকতে পারেননি। এ বার তাঁকে দেখা যাবে। প্রতি দিন দু’বেলা অনুশীলন করাচ্ছেন দলকে। সুপার কাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর থেকেই নিভৃতে চলছে সবুজ-মেরুনের অনুশীলন। সুপার কাপ জিতে আলোচনায় ইস্টবেঙ্গল। প্রচারের আলোয় লাল-হলুদ। কিন্তু সবুজ-মেরুন গত দু’সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে শনিবারের ডার্বি মাথায় রেখে। তাই শেষ ডার্বি জিতলেও ইস্টবেঙ্গলের শনিবারের কাজটা সহজ হবে না।

হাবাস আগেও মোহনবাগানের কোচ ছিলেন। তিনি এই দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। আবার কোচ হিসাবে ফিরে ফুটবলারদের ফিটনেসের দিকে নজর দিয়েছেন হাবাস। তিনি রক্ষণ সামলে আক্রমণে যেতে পছন্দ করেন। ইস্টবেঙ্গলের গোল করার রাস্তা বন্ধ করে দিতে চাইবেন হাবাস।

৯০ মিনিটের লড়াইয়ে বদলাও চাইবেন সবুজ-মেরুন সমর্থকেরা। গত কয়েক বছর এক তরফা ডার্বি জিতেছিল মোহনবাগান। কিন্তু গত বছর থেকে ছবিটা পাল্টাতে শুরু করেছে। ডুরান্ডে গ্রুপ পর্বে জিতেছিল ইস্টবেঙ্গল। ফাইনাল জিতে নেয় মোহনবাগান। সুপার কাপে জিতেছে ইস্টবেঙ্গল। এ বার চোখ আইএসএলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE