মোহনবাগান মাঠে সোমবার বিকেলে তাঁর অপেক্ষাতেই ভিড় করেছিলেন সমর্থকেরা। কিন্তু শেষ পর্যন্ত দেখাই গেল না নতুন কোচ সের্খিয়ো লোবেরাকে। জানা গিয়েছে, ভিসা সমস্যায় স্পেনেই রয়েছেন তিনি। কবে কলকাতায় আসবেনএখনও নিশ্চিত নয়।
আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও লোবেরাকে ছাড়াই সোমবার থেকে প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে দিমিত্রি পেত্রাতস ও আলবার্তো রদ্রিগেসকে এ দিনের অনুশীলনে যোগ দেননি। জানা গিয়েছে, বিমান বিভ্রাটে কলকাতায় পৌঁছতে পারেননি স্পেনীয় ডিফেন্ডার। দিমিত্রির আসার কথা বুধবার। সহকারী কোচের অধীনেই সোমবার অনুশীলন করেন জেসন কামিংস, জেমি ম্যাকলারেনরা।
সুপার কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করে মোহনবাগানের ছিটকে যাওয়ার রাতেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল হোসে ফ্রান্সিসকো মলিনার বিদায়। কয়েক দিন আগেই নতুন কোচ হিসেবে লোবেরার নাম সরকারি ভাবে ঘোষণা করে মোহনবাগান।
প্রস্তুতি তুঙ্গে ইস্টবেঙ্গলেও। গোয়ায় আগামী ৪ ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনালে মশালবাহিনীর প্রতিপক্ষ পঞ্জাব এফসি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই অনেক আগে গোয়া পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)