কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে কঠিন লড়াই অপেক্ষা করছে মোহনবাগানের জন্য। সোমবারই গ্রুপ বিন্যাস হয়ে গেল। মোহনবাগানের সঙ্গে গ্রুপ ওয়ানে রয়েছে মহমেডান, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট মিলন সংঘ, আর্মি (লাল) ও পাঠচক্র।
গ্রুপ টু-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে ভবানীপুর, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, কাস্টমস, রেনবো, উয়াড়ি, খিদিরপুর, পশ্চিমবঙ্গ পুলিশ। ২৫ জুন থেকে খেলা শুরু হওয়ার কথা। তবে পাঁচ ভূমিপুত্র খেলানোর নিয়ম কার্যকর হচ্ছে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)