জাতীয় দলের কোচের সিদ্ধান্তের বিরোধিতা করে কিছু দিন আগেই সরব হয়েছিলেন রবার্ট লেয়নডস্কি। সেই কোচ, মিকাল প্রোবিয়ার্জ় বৃহস্পতিবার ইস্তফা দিলেন। এক বিবৃতিতে তিনি সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তাঁর ইস্তফাপত্র গ্রহণও করেছে পোল্যান্ড ফুটবল ফেডারেশন।
সম্প্রতি লেয়নডস্কির থেকে জাতীয় দলের অধিনায়কত্ব কেড়ে নিয়ে তা ইন্টার মিলানের খেলোয়াড় পিয়োতর জিয়েলিনস্কিকে দিয়েছিলেন মিকাল। লেয়নডস্কি এক সংবাদমাধ্যমে জানান, এক রাতে সন্তানদের ঘুমোতে নিয়ে যাওয়ার সময় কোচের ফোন পান। খুব সংক্ষেপে লেয়নডস্কিকে সরানোর কথা জানিয়েছিলেন মিকাল। এর পরেই লেয়নডস্কি বলেছিলেন, “এত বছর দায়বদ্ধতার সঙ্গে দেশের সেবা করার পর আমি ভেবেছিলাম আরও একটু বেশি সম্মান পাব। সামনাসামনি সিদ্ধান্ত জানানো উচিত ছিল।”
বিবৃতিতে মিকাল বলেছেন, “অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, এই পরিস্থিতিতে কোচ হিসাবে আমার ইস্তফা দেওয়াই সবচেয়ে ভাল সিদ্ধান্ত। জাতীয় দলের কোচ হতে পেরে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হয়েছে। আমার পেশাদার জীবনের একটি গর্বের সময় কাটিয়েছি।” ফের্নান্দো সান্তোস চলে যাওয়ার পর ২০২৩ সালে পোল্যান্ডের কোচের দায়িত্ব নেন মিকাল। ২০২৪ ইউরো কাপে তিনিই পোল্যান্ডের কোচ ছিলেন। প্রথম দেশ হিসাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় পোল্যান্ড।
আরও পড়ুন:
নেতৃত্ব থেকে সরানোর পর ক্ষুব্ধ লেয়নডস্কি সমাজমাধ্যমে লিখেছিলেন, “এখনকার পরিস্থিতি দেখার পর আমি কোচের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছি। তাই যত দিন উনি দায়িত্বে থাকবেন তত দিন পোল্যান্ডের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি বিশ্বের সেরা সমর্থকদের সামনে আরও এক বার খেলার সুযোগ পাব।” এখন দেখার, লেয়নডস্কি সিদ্ধান্ত বদলে ফেরেন কি না।