আবার প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার সিটি। আবার রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তন। চ্যাম্পিয়ন্স লিগের পরিচিত দৃশ্য আরও এক বার দেখা গেল মঙ্গলবার রাতে। দু’বার পিছিয়ে থেকেও জিতল রিয়াল। সংযুক্তি সময়ে গোল করে নায়ক জুড বেলিংহ্যাম। ঘরের মাঠে হারল সিটি।
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে মঙ্গলবার এতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সিটি এবং রিয়াল। দুর্বল সিটির বিরুদ্ধে রিয়াল সহজেই জিতবে, এমনটাই মনে করেছিলেন অনেকে। তবে পেপ গুয়ার্দিওলার দল ভালই লড়াই করে। তবে সিটি গোলকিপার এডারসন নিশ্চিত কয়েকটি গোল না বাঁচালে অনেক আগেই জিতে যায় রিয়াল।
সিটির হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। ১৯ মিনিটে সিটিকে এগিয়ে দেন তিনি। জস্কো গাভার্দিয়ল একটি বল বুক দিয়ে নামিয়ে পাস করেন জ্যাক গ্রিলিশকে। সেখান থেকে পাস পেয়ে প্রথম গোল করেন হালান্ড। বিরতির পর অল্পের জন্য দ্বিতীয় গোল করতে পারেননি। ভিনিসিয়াসের একটি শট বারে লাগে।
৬০ মিনিটে সমতা ফেরায় রিয়াল। ফ্রিকিক থেকে গোল করেন এমবাপে। আবার এগিয়ে যায় সিটি। খেলা শেষের ১০ মিনিট আগে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন হালান্ড। এতিহাদ স্টেডিয়ামের সমর্থকেরা যখন ধরে নিয়েছেন সিটি জিতছে, তখন খেলার গতিপথ বদলে যায়। ৮৬ মিনিটে গোল করেন ব্রাহিম দিয়াজ়। সংযুক্তি সময়ে বেলিংহ্যামের গোল রিয়ালের জয় নিশ্চিত করে।
আরও পড়ুন:
ম্যাচের পর বেলিংহ্যাম বলেছেন, “অদ্ভুত একটা ম্যাচ খেললাম। এই মরসুমে কয়েকটা ভাল ম্যাচ খেলেও হেরেছি। সিটি কেমন ফর্মে ছিল জানার দরকার নেই। আমাদের ওরা ওরা অবিশ্বাস্য দল। তাদের বিরুদ্ধে জেতা সব সময়ই স্বস্তির।” তবে সিটির কাছে সুযোগ রয়েছে ফিরতি পর্বে ফল বদলে দেওয়ার। তবে সে বার খেলতে হবে রিয়ালের মাঠে।
এ দিকে, চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টারের ওঠার রাস্তা অনেকটাই পরিষ্কার করে রাখল প্যারিস সঁ জরমঁ এবং বরুসিয়া ডর্টমুন্ড। প্যারিস সঁ জরমঁ ৩-০ গোলে হারিয়েছে ব্রেস্টকে। ডর্টমুন্ড একই ব্যবধানে হারিয়েছে স্পোর্টিং লিসবনকে।