নাটকীয় সমাপ্তির পথে এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র দ্বৈরথ। এটিকে-মোহনবাগান, গোকুলম এফসি, বসুন্ধরা কিংস ও মাজ়িয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব— চারটি দলেরই অর্জিত পয়েন্ট এখন তিন। চারটি দলের সামনেই আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে! অথচ ছাড়পত্র পাবে একটি দল। শেষ পর্যন্ত ‘ডি’ গ্রুপের সেরা হয়ে কারা আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠবে, তা নিয়েই চর্চা তুঙ্গে।
যুবভারতীতে আজ, মঙ্গলবার বিকেল সাড়ে চারটেয় গোকুলম নামছে বসুন্ধরার বিরুদ্ধে। রাত সাড়ে আটটায় প্রীতম কোটালরা খেলবেন মাজ়িয়ার বিরুদ্ধে। যা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ মোহনবাগান ছাড়া বাকি তিনটি দলের কোচই। তাঁদের মতে, দু’টি ম্যাচ একই সময়ে দেওয়া উচিত ছিল এএফসির। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে গোকুলমের কোচ ভিনসেঞ্জো আলবের্তো অ্যানিস বললেন, ‘‘শেষ ম্যাচের উপরে যখন নির্ভর করছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোন দল আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে উঠবে, তখন একই সময়ে দু’টি খেলা দেওয়া উচিত ছিল। তাতে স্বচ্ছতা বজায় থাকত।’’ বসুন্ধরার কোচ অস্কার ব্রুজ়োর কথায়, ‘‘কলকাতায় ফুটবল স্টেডিয়ামের অভাব নেই। তা সত্ত্বেও এএফসি কেন একই সময় দু’টি ম্যাচ দিল না, তা রহস্য। আশা করব, মঙ্গলবার ফুটবল কলঙ্কিত হবে না।’’ মাজ়িয়ার কোচ মিয়োড্র্যাগ জেসিচও একমত ভিনসেঞ্জো ও অস্কারের সঙ্গে। ব্যতিক্রম মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। বললেন, ‘‘ক্রীড়াসূচি এএফসি তৈরি করেছে। আমাদের হাতে কিছু নেই।’’
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ একই সময়ে (ভারতীয় সময় রাত ৮.৩০) শুরু হয়েছিল। এএফসি কাপে কেন তা হচ্ছে না? এশিয়ার ফুটবল নিয়ামক সংস্থার এক শীর্ষ কর্তা বললেন, ‘‘কোভিডের কারণে শুধু যুবভারতীতেই সব ম্যাচের আয়োজন করতে হয়েছে। মাঠ যে হেতু একটি, তাই একই সময়ে দু’টি ম্যাচে দেওয়া সম্ভব নয়।’’