ফুটবল মাঠে তাঁর আচরণ মাঝেমধ্যেই খবরের শিরোনামে থাকে। সেই রকম দৃশ্য আরও একবার দেখা গেল সেরি আ-তে। নাপোলির বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এ এস রোমার কোচ হোসে মোরিনহো। কিন্তু তার পরেও ব্যারিকেডে চেপে ফুটবলারদের নির্দেশ দেওয়ার চেষ্টা করেন তিনি। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল নেটমাধ্যমে।
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় ম্যাচের দুই অর্ধে হলুদ কার্ড দেখেন মোরিনহো। তিনি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখন রোমা সমর্থকরা তাঁকে সমর্থন করে চিৎকার শুরু করেন। তার পরেই দেখা যায় সেই দৃশ্য। সাইডলাইনের বাইরে ব্যারিকেডের উপর চেপে হাত নাড়িয়ে ফুটবলারদের নির্দেশ দিতে থাকেন মোরিনহো। যদিও কিছু ক্ষণ পরে তাঁকে সেখান থেকে নামিয়ে দেন মাঠের নিরাপত্তারক্ষীরা।
আরও পড়ুন:
নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো প্রকাশ করেন মোরিনহো। ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন আপনার কাছে টিকিট থাকে না, অথচ আপনি ফুটবল ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন।’
নেটমাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে মন্তব্য করেছেন, এই ঘটনা এক মাত্র মোরিনহোর পক্ষেই করা সম্ভব। কেউ কেউ আবার বলেছেন, মোরিনহো খেলা কতটা ভালবাসেন তা এই ঘটনা থেকেই পরিষ্কার।