বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আগেই ছিটকে গিয়েছে ভারত। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বেও প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছে বাংলাদেশের কাছে ড্র করে। সেই ভুল শুধরে দলকে জয়ে ফেরাতে মরিয়া সুনীল ছেত্রী। সতীর্থদের সাফ বলে দিয়েছেন, এশিয়ান কাপে খেলতেই হবে।
গত মার্চে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ১০ জুন খেলবে হংকংয়ের বিরুদ্ধে। তার আগে ৪ জুন তাইল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে।
রবিবার ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল বলেছেন, “বাংলাদেশ ম্যাচের পর একটাই কথা মনে হচ্ছিল, নিজেদের মাথা তো নত হয়েছেই, দেশকেও ডুবিয়েছি আমরা। রিপ্লে দেখার পর বুঝেছিলাম কত কিছু করা উচিত। ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে শুরুতেই পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা উচিত ছিল। অনেক ভাল খেলতে পারতাম।”
সুনীলের সংযোজন, “মাত্র এক পয়েন্ট পাওয়ার জন্য আর কাউকে নয়, নিজেদেরই দোষ দেওয়া দরকার। যে ভাবে খেলা উচিত ছিল সে ভাবে খেলতে পারিনি। তাই জন্যই ড্র হয়েছে। ভিডিয়ো দেখেছি। কিন্তু এখন ভুল শোধরানোর কোনও জায়গা নেই।”
আরও পড়ুন:
সতীর্থদের চাপ দিতে চান না সুনীল। তবে তাঁর মতে, এশিয়ান কাপে খেলা ভারতীয় দলের ন্যূনতম লক্ষ্য হওয়া উচিত। সুনীলের কথায়, “প্রতিটা এশিয়ান কাপে আমাদের খেলা উচিত। এটা বাধ্যতামূলক। একটা করে ম্যাচ ধরে এগোতে হবে। আপাতত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে হংকংয়ের বিরুদ্ধে। ভারতের মতো দেশের কাছে এশিয়ান কাপে খেলা ন্যূনতম লক্ষ্য হওয়া দরকার। তা হলে এশিয়ার সেরা দলগুলির খেলে নিজেদের পরীক্ষা করতে হবে। ধীরে ধীরে উন্নতিও হবে।”