শারীরিক অবস্থার সামান্য উন্নতি হল সুরজিৎ সেনগুপ্তের। তবে প্রাক্তন ফুটবলারের সঙ্কট এখনও কাটেনি। তিনি এখনও আইসিইউ-তে ভর্তি রয়েছেন। কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে।
যে বেসরকারি হাসপাতালে সুরজিৎ ভর্তি, তাদের তরফে মেডিক্যাল বুলেটিনে জানা গিয়েছে, উচ্চমাত্রার অক্সিজেন প্রবেশ করানো হচ্ছে তাঁর শরীরে। বাইপ্যাপ সাপোর্টের সাহায্যে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। পাশাপাশি রেমডিসিভিয়ার, স্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে তাঁকে।