আগামী ফুটবল বিশ্বকাপের আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। ডোনাল্ড ট্র্যাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রতিবেশী দু’দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। বিদেশি পণ্যের উপর চড়া শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তবে এ জন্য বিশ্বকাপ আয়োজনে সমস্যা হবে বলে মনে করেন না তিনি। বরং তাঁর দাবি, শুল্কযুদ্ধ ফুটবল বিশ্বকাপের উত্তেজনা বৃদ্ধিতে সহায়ক হবে।
সুষ্ঠু ভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে হোয়াইট হাউস। সেই টাস্ক ফোর্সের শীর্ষে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট নিজেই। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো। তাঁর উপস্থিতিতেই টাস্ক ফোর্সের ঘোষণা করেন ট্রাম্প। মূলত বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করবে টাস্ক ফোর্স। পাশাপাশি নজর রাখবে আয়োজনের বিভিন্ন দিকেও। ফিফা সভাপতিকে ট্রাম্প আশ্বাস দিয়েছেন, সব কিছু নিখুঁত ভাবে করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
আগামী বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। মোট ১০৪টি ম্যাচের ৭৮টি হবে আমেরিকায়। ১৩টি করে ম্যাচ হবে মেক্সিকো এবং কানাডায়। কিন্তু তিন দেশের শুল্কযুদ্ধের মধ্যে সব কিছু সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফিফা সভাপতি। ইনফ্যান্টিনোকে আশ্বস্ত করে ট্রাম্প বলেন, ‘‘উত্তেজনা তো ভাল। এটা বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়িয়ে দেবে।’’
আরও পড়ুন:
দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প বলেন, যে সব দেশ আমেরিকার পণ্যে শুল্ক বসাবে তাদের পণ্যের উপরও ৩৫ শতাংশ শুল্ক চাপাবেন তাঁরা। সেই মতো মেক্সিকো এবং কানাডার পণ্যের উপর ২৫ শতাংশ করে শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। যা নিয়ে আমেরিকার উপর ক্ষুব্ধ দুই প্রতিবেশী দেশ।