Advertisement
০৩ মে ২০২৪
Andreas Brehme

১৯৯০ ফুটবল বিশ্বকাপ ফাইনালের নায়ক প্রয়াত, ভেঙে দিয়েছিলেন মারাদোনার স্বপ্ন

১৯৯০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোল করেছিলেন আন্দ্রেস ব্রেমে। তাঁর গোলেই দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল পশ্চিম জার্মানি।

football

আন্দ্রেস ব্রেমে। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৭
Share: Save:

প্রাক্তন ফুটবলার আন্দ্রেস ব্রেমে প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৯০ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে একমাত্র গোল করেছিলেন আন্দ্রেস ব্রেমে। তাঁর গোলেই দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল পশ্চিম জার্মানি। মারাদোনার স্বপ্ন ভেঙে দিয়েছিলেন ব্রেমে।

জার্মান প্রেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে ব্রেমের। কিংবদন্তি ফুটবলারের প্রয়াণে শোকের ছায়া ফুটবল মহলে। প্রাক্তন ও বর্তমান ফুটবলারেরা সমাজমাধ্যমে তাঁর স্মৃতিচারণা করেছেন।

ব্রেমের জীবনের সেরা মুহূর্ত ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি থেকে গোল। মূলত লেফ্‌ট ব্যাক বা মিডফিল্ডারের জায়গায় খেললেও গোল করতে পারতেন ব্রেমে। বিশেষ করে ফ্রি কিক বা পেনাল্টি নেওয়ার দায়িত্ব থাকত তাঁর উপর। সেমিফাইনালে বব রবসনের ইংল্যান্ডকে হারানোর পরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল পশ্চিম জার্মানি।

১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পশ্চিম জার্মানির হয়ে খেলেছিলেন ব্রেমে। কেরিয়ারে তিনটি বিশ্বকাপ (১৯৮৬, ১৯৯০, ১৯৯৪) ও তিনটি ইউরো কাপ (১৯৮৪, ১৯৮৮, ১৯৯২) খেলেছিলেন তিনি। ১৯৮৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্সও খেলেছিলেন। ১৯৮৪ সালের ইউরোর সেরা ফুটবলার হয়েছিলেন ব্রেমে। পশ্চিম জার্মানির হয়ে ৮৬টি ম্যাচে ৮টি গোল করেছেন তিনি। ক্লাব ফুটবলেও বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলানের মতো ক্লাবের হয়ে খেলেছিলেন ব্রেমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Andreas Brehme Diego Maradona Fifa World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE