ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কোচ জ়াভি আলোন্সো। সেল্টা ভিগোর কাছে তাঁর দলের ০-২ ব্যবধানে হার মেনে নিতে পারছেন না। দলের দুই ফুটবলারকে লাল কার্ড দেখানোয় রিয়াল কোচ চটেছেন রেফারির উপর।
টানা তিন ম্যাচ ড্র করার পর গত সপ্তাহে লা লিগায় জয় পেয়েছিল রিয়াল। অ্যাথলেটিক বিলবাওয়কে হারানোর পর ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিলেন আলোন্সো। কিন্তু দু’টি লাল কার্ড তাঁর সব হিসাব গুলিয়ে দিল। ১১ বছর পর সেল্টা ভিগোর কাছে হারের পর রেফারিকে নিশানা করেছেন রিয়াল কোচ।
ম্যাচের পর কিলিয়ান এমবাপেদের কোচ বলেছেন, ‘‘রেফারিং পছন্দ হয়নি আমার। আমি বেশ রেগে গিয়েছি। আমরা যেমন ম্যাচ চেয়েছিলাম, এটা কোনও ভাবেই তেমন নয়। ম্যাচের এই ফলও অপ্রত্যাশিত। এটা ৩ পয়েন্টের ব্যাপার। আমাদের সব কিছু ভুলে দ্রুত সামনের দিকে এগোতে হবে।’’
আরও পড়ুন:
রিয়ালের পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। তা নিয়ে আলোন্সো বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। এই খারাপ অভিজ্ঞতা, অনুভূতি ভুলে যেতে হবে আমাদের।’’
এই হারের ফলে শেষ পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নষ্ট হল রিয়ালের। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। সম সংখ্যক ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।