Advertisement
০৪ অক্টোবর ২০২৩

পেনাল্টি বক্সে ঝাঁপ দিলে সাসপেন্ড

প্রিমিয়ার লিগে এ বার আর এক অভিনব নিয়ম চালু হতে চলেছে। পরের মরসুম থেকে কোনও ফুটবলার ইচ্ছাকৃত ‘ডাইভ’ দিলে দু’ম্যাচ সাসপেন্ড হবেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০৩:১৭
Share: Save:

প্রিমিয়ার লিগে এ বার আর এক অভিনব নিয়ম চালু হতে চলেছে। পরের মরসুম থেকে কোনও ফুটবলার ইচ্ছাকৃত ‘ডাইভ’ দিলে দু’ম্যাচ সাসপেন্ড হবেন তিনি।

বৃহস্পতিবার এফএ-র তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আগামী মরসুম থেকে প্রতিটা ম্যাচের ভিডিও দেখা হবে। সেখানে যদি ধরা পড়ে কোনও ফুটবলার ঝাঁপ দেওয়ার অভিনয় করছে তা হলে দু’ম্যাচ সাসপেন্ড হতে হবে। এফএ-র সরকারি বিবৃতিতে বলা হয়, ‘‘রেফারির নজর এড়িয়ে কোনও ফুটবলার পেনাল্টি বক্সে ‘ডাইভ’ দিলে কড়া শাস্তি নেব।’’

এফএ-র এই সিদ্ধান্তের পরে ঝড় ওঠে ব্রিটিশ ফুটবলমহলে। কয়েক জন যেমন মনে করছেন এই সিদ্ধান্তে ইংলিশ প্রিমিয়ার লিগের উপকার হবে। বার্নলে ম্যানেজার শন ডাইক বলছেন, ‘‘ঝাঁপ দেওয়ার অভিনয় বন্ধ হবে যদি কড়া কোনও শাস্তির ব্যবস্থা করা হয়।’’

আবার কয়েক জনের মতে, এফএ ভুল সিদ্ধান্ত নিয়েছে। এফএ কর্তাদের বিরুদ্ধে তোপ দেগে যেমন ক্রিস্টাল প্যালেস ম্যানেজার স্যাম অ্যালার়ডাইস বলছেন, ‘‘এমনও হতে পারে কেউ ‘ডাইভ’ না দিলেও রেফারি তাকে হলুদ কার্ড দেখাল, তখন কি হবে। এফএ কী তখন শাস্তি দিয়ে বলবে পরের বার আরও সতর্ক থাকব আমরা। এ রকম নিয়মে আরও সমস্যায় পড়বে ফুটবলাররা।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘এই নিয়ম শুরু করার আগে ভাবা উচিত এফএ-র।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE