ভাল আছেন মার্টিনা নাভ্রাতিলোভা। কিংবদন্তি টেনিস তারকা নিজেই জানিয়েছেন, এখন তিনি সম্পূর্ণ ক্যানসারমুক্ত। সোমবার চিকিৎসকেরা যাবতীয় পরীক্ষা করে তাঁকে আশ্বস্ত করেছেন। তাতে দারুণ খুশি মার্টিনা টুইট করেছেন, ‘‘সমস্ত ডাক্তার, নার্স, প্রোটন ও রেডিয়েশন জাদুকরদের ধন্যবাদ। কী যে স্বস্তি বোধ করছি বলে বোঝাতে পারব না।’’
শুধু সিঙ্গলসেই ১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী মহাতারকার বয়স ৬৬। জানুয়ারিতে নিজেই জানিয়েছিলেন, তাঁর গলায় ক্যানসার ধরা পড়েছে। একটু দেরি না করেই সেই মাসেই চিকিৎসা শুরু করে দেন। শুধু তাই নয় ২০১০ সালে তাঁর স্তন ক্যানসার ধরা পড়ে। সে সময়ও অস্ত্রোপচার হয়েছিল (লামপেকটমি)। প্রসঙ্গত শারীরিক সমস্যার মধ্যেও মার্টিনা মার্চে মায়ামি ওপেনে টিভি চ্যানেলে ধারাভাষ্যের কাজ করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)