Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Solid Kenin

ফাইনালে শিয়নটেক মুখোমুখি কেনিনের

বুধবার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে স্পেনের পাবলো কারেনিয়ো বুস্তাকে চার সেটের লড়াইয়ে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৪ হারান জ়োকোভিচ।

ইগা শিয়নটেক ও সোফিয়া কেনিন। ছবি রয়টার্স।

ইগা শিয়নটেক ও সোফিয়া কেনিন। ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২০ ০৩:৪৫
Share: Save:

ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ইগা শিয়নটেক। পোল্যান্ডের তরুণীর দুরন্ত দৌড় সেমিফাইনালেও অব্যহত থাকে বৃহস্পতিবার। তিনি ৬-২, ৬-১ উড়িয়ে দেন নাদিয়া পোদোরোস্কাকে।

দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন হারান পেট্রা কুইটোভাকে। ফল ৬-৪, ৭-৫। শনিবার ফাইনাল। এর মধ্যে আবার বিতর্কে নোভাক জোকোভিচ।

বুধবার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে স্পেনের পাবলো কারেনিয়ো বুস্তাকে চার সেটের লড়াইয়ে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৪ হারান জ়োকোভিচ। কিন্তু চোটের জন্য ম্যাচের মধ্যেই ট্রেনারকে ডেকে নিয়ে বাঁ হাতের উপরের দিকে পুরনো চোটের জায়গায় শুশ্রুষা করেন তিনি।

আরও পড়ুন: ব্যাটিং অর্ডারে এই বৈচিত্র দলের শক্তি, বলে দিলেন মর্গ্যান

তা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন বুস্তা। ম্যাচের পরে দাবি করেন, আসলে না কি নোভাকের শারীরিক কোনও সমস্যাই হয়নি! পুরোটাই অভিনয়! জ়োকোভিচ নিজে ব্যাপারটা নিয়ে বলেছেন, ‘‘কোর্টে নামার আগে সুস্থ বোধ করছিলাম না। ওয়ার্ম-আপের সময়েই সেটা বুঝতে পারি। কষ্ট সেই ঘাড় আর কাঁধেই। চাইনি ম্যাচে বড় সমস্যায় পড়ি।’’

আরও পড়ুন: রাহুল, নাম তো শুনা হি হোগা

ফরাসি ওপেনে শুক্রবার পুরুষদের সেমিফাইনালে জ়োকোভিচ খেলবেন স্টেফানো চিচিপাসের বিরুদ্ধে।

আরও পড়ুন: দিল্লি প্রায় নিখুঁত দল হয়ে উঠেছে

বুধবার কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভকে স্ট্রেট সেটে হারিয়ে উঠে ২২ বছরের প্রতিভাবান খেলোয়াড় বলেছেন, ‘‘অনেক ছোট থেকে স্বপ্ন দেখেছি গ্র্যান্ড স্ল্যাম জেতার। তাই এখানে শেষ চারে উঠতে পেরে দারুণ লাগছে।’’ অন্য সেমিফাইনালে রাফায়েল নাদালের প্রতিপক্ষ দিয়েগো শোয়ার্ৎজ়ম্যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

French Open 2020 Solid Kenin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE