উইম্বলডন হয়তো তাঁকে নির্বাসিত করেছে। কিন্তু ফরাসি ওপেনে সুরকির কোর্টে তাঁকে খেলতে কেউ বাধা দেয়নি। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছেন ড্যানিল মেদভেদেভ। বৃহস্পতিবার তিনি উঠে গেলেন তৃতীয় রাউন্ডে। লাসলো জেরেকে হারালেন ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে। উল্লেখ্য, ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত ফরাসি ওপেনে এক বারও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেননি তিনি। প্রতি বারই প্রথম রাউন্ডে হেরেছেন। গত বার সেই ‘প্রথা’ ভেঙে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছন। এ বার তিনি দু’টি ম্যাচই সরাসরি সেটে জিতেছেন। মাত্র ১৬টি গেম হারিয়েছেন। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই মেদভেদেভ এ বার খেলবেন বিশ্বের ২৮ নম্বর মিয়োমির ক্রেচমানোভিচের বিরুদ্ধে।
রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ একই অর্ধে থাকায় সেমিফাইনালে যে কোনও একজন উঠবেন। ফলে দু’টি পথের কাঁটার মধ্যে একটি সরেই যাবে মেদভেদেভের সামনে থেকে। সে ক্ষেত্রে প্রথম বার ফরাসি ওপেন জেতার একটি সুযোগ থাকবে তাঁদের সামনে। চলতি বছরে সুরকির কোর্টে মাত্র একটি ম্যাচ খেলে ফরাসি ওপেনে এসেছিলেন মেদভেদেভ। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে ছন্দেই দেখাচ্ছে। শুরুর দিকে কিছু আনফোর্সড এরর করেন তিনি। ব্রেক পান জেরে। কিন্তু এর পর টানা পাঁচটি গেম জেতেন মেদভেদেভ। ওখান থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নেন রাশিয়ার খেলোয়াড়।