ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই দৌড় থেমে গেল নেয়োমি ওসাকার। প্রথম ম্যাচেই হেরে গেলেন তিনি। বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা খেলোয়াড় সোমবার হারলেন আমান্ডা অ্যানিসিমোভার কাছে। ফল অ্যানিসিমোভার পক্ষে ৭-৫, ৬-৪।
চার বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ওসাকা গত মরসুমে দু’বার মানসিক সমস্যার কারণে বিরতি নিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল গত বারই। গত মরসুমে ফরাসি ওপেন খেলার সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না ঠিক করেছিলেন। সে কারণে তাঁর জরিমানাও হয়। প্রবল ভাবে সমালোচিত হন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে তিনি নাম তুলে নেন।