Advertisement
E-Paper

সাবালেঙ্কার মন্তব্যে ক্ষোভ গফের, ফরাসি ওপেন জিতে একহাত নিলেন প্রতিপক্ষকে

সাবালেঙ্কা বলেছিলেন, ইগা শিয়নটেক ফাইনালে উঠলে তিনিই এই গ্র্যান্ড স্ল্যাম জিততেন। শিয়নটেক গত তিন বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন। কিন্তু সাবালেঙ্কার এই মন্তব্য ভাল ভাবে নেননি গফ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৯:২৫
Coco Gauff and Aryan Sabalenka

ফরাসি ওপেনের ফাইনালে কোকো গফকে জড়িয়ে ধরেছেন এরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স।

ফরাসি ওপেন জয়ী কোকো গফের ক্ষোভ এরিনা সাবালেঙ্কার মন্তব্যে। ফাইনালে জিতে একহাত নিলেন প্রতিপক্ষকে। উগরে দিলেন ক্ষোভ। কী এমন বলেছিলেন সাবালেঙ্কা?

২০২৩ সালের ইউএস ওপেন ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়েই জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন গফ। তাঁকে হারিয়েই আবার দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন আমেরিকার টেনিস তনয়া। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকা সাবালেঙ্কা। তিনি বলেছিলেন, ইগা শিয়নটেক ফাইনালে উঠলে তিনিই এই গ্র্যান্ড স্ল্যাম জিততেন। শিয়নটেক গত তিন বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন। কিন্তু সাবালেঙ্কার এই মন্তব্য ভাল ভাবে নেননি গফ।

ফরাসি ওপেনের ফাইনালে হেরে সাবালেঙ্কা বলেন, “ভাল লাগছে না। এমন একটা সময়ে হেরেছি, যখন আমি এই গোটা সপ্তাহ ভাল খেলেছি। অনেক কঠিন প্রতিপক্ষকে হারিয়েছি। যেমন ইগা (শিয়নটেক)। আমাকে যদি সেমিফাইনালে ও হারিয়ে দিত, তা হলে ফাইনালে আজ ইগাই জিতত।”

সাবালেঙ্কার এমন মন্তব্য ভাল লাগেনি গফের। তিনি বলেন, “সাবালেঙ্কার এই মন্তব্যের সঙ্গে আমি সহমত নই। আমি এখানে ট্রফি নিয়ে বসে আছি। ইগাকে ছোট করছি না। তবে আমি ওর বিরুদ্ধে খেলেছি এবং মাদ্রিদে স্ট্রেট সেটে হারিয়েছি। তাই আমি মনে করি না, আজ ফাইনালে ও থাকলে সহজে জিতত। যে কোনও কিছু হতে পারত।” মাদ্রিদ ওপেনে শিয়নটেককে হারিয়েছিলেন গফ।

গফ জানিয়েছেন, তিনি শিয়নটেককেই ফরাসি ওপেনের ফাইনালে চেয়েছিলেন। তাতে তাঁর কাজটা সহজ হত বলে মনে করছেন আমেরিকার টেনিস তারকা। গফ বলেন, “সত্যি বলতে আমি চেয়েছিলাম ইগার বিরুদ্ধে ফাইনাল খেলতে। কারণ সাবালেঙ্কা দুর্দান্ত খেলছে। তবে যার বিরুদ্ধেই ফাইনাল হোক, আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।”

French Open Coco Gauff Aryna Sabalenka Tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy