Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ অক্টোবর ২০২১ ই-পেপার

কোহালির ফিটনেসেই মুগ্ধ গম্ভীর

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১৭ জুন ২০২০ ০৪:০৫
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

ভারত অধিনায়ক বিরাট কোহালি একজন দক্ষ ক্রিকেটার। ফিটনেসই তাঁর বড় শক্তি। বলে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।

টেস্ট, ওয়ান ডে— দু’ধরনের ক্রিকেটেই কোহালির দক্ষতা প্রশ্নাতীত। টি-টোয়েন্টি ক্রিকেটেও ভারতের হয়ে ৮২টি ম্যাচে কোহালির রান ২,৭৯৪। গড় ৫০.৮। গম্ভীরের মতে, তিন ধরনের ক্রিকেটেই বিরাটের এই দক্ষতা তৈরি হয়েছে দুরন্ত ফিটনেস ও স্কোরবোর্ড সচল রাখার ক্ষমতায়। গম্ভীরের কথায়, ‍‘‍‘বিরাট সব সময়েই একজন কুশলী ক্রিকেটার। টি-টোয়েন্টি ক্রিকেটে ও সফল হতে পেরেছে দুর্দান্ত ভাবে ফিট থাকার জন্যই। হয়তো ক্রিস গেলের মতো শক্তি বা এ বি ডিভিলিয়ার্স, জাক কালিস, ব্রায়ান লারার মতো নৈপুণ্য ওর নেই। কিন্তু ওর যে গুণ আছে, তা আবার অনেকেরই নেই।’’ যোগ করেন, ‍‘‍‘বিরাটের সব চেয়ে বড় শক্তি ওর ফিটনেস। সেটাই ও খেলায় কাজে লাগিয়েছে। সে কারণেই ও সফল।’’ এই প্রাক্তন বাঁ-হাতি ওপেনার এও বলেন, ‍‘‍‘আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হল, উইকেটের মধ্যে বিরাটের দুর্দান্ত দৌড়। যা এই মুহূর্তে অনেকের নেই।’’

ভারত অধিনায়ক সম্পর্কে ২০০৭ (টি-টোয়েন্টি) ও ২০১১ সালে (ওয়ান ডে) বিশ্বকাপজয়ী গম্ভীরের মূল্যায়ন, ‍‘‍‘এই মুহূর্তে বিশ্বে খুব কম ক্রিকেটার রয়েছে, যারা প্রতি বলে রান করে স্কোরবোর্ড সচল রাখতে পারে। আর এটা দক্ষতার সঙ্গে করতে পারে বিরাট। এই কারণেই ও অন্যদের চেয়ে আলাদা।’’ গম্ভীরের মতে, স্কোরবোর্ড সচল রাখার ব্যাপারে কোহালি তাঁর সতীর্থ রোহিত শর্মার চেয়েও ধারাবাহিক। প্রাক্তন এই ক্রিকেটারের কথায়, ‍‘‍‘প্রতি বলে রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখার এই বিরল গুণ সম্ভবত রোহিতের নেই।’’

Advertisement

আরও পড়ুন

Advertisement