ঘরের মাঠে টেস্টে অধিনায়ক হিসেবে কে এগিয়ে? সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি মহেন্দ্র সিংহ ধোনি? জিজ্ঞাসা করা হয়েছিল গৌতম গম্ভীর ও কৃষ্ণমাচারি শ্রীকান্তকে। প্রাক্তন দুই ওপেনারেরই মতে, তুলনায় এগিয়ে থাকবেন ধোনিই।
ঘরের মাঠে সৌরভের জেতার হার ৪৭.৬ শতাংশ। ২১ ম্যাচের মধ্যে তিনি জিতেছিলেন ১০টিতে। অন্য দিকে, মহেন্দ্র সিংহ ধোনি সেখানে ঘরের মাঠে জিতেছেন ৭০ শতাংশ টেস্ট। ৩০ টেস্টে তিনি জিতেছিলেন ২১টিতে। আবার, বিদেশে ৩০ টেস্টে নেতৃত্ব নিয়ে ধোনি জিতেছেন ছয়টিতে, হেরেছেন ১৫টিতে। এ দিকে, বিদেশে ২১ টেস্টে নেতৃত্ব দিয়ে ১১টিতে জিতেছেন সৌরভ। হেরেছেন ১০টিতে। বিদেশে সৌরভের টেস্ট জয়ের হার ৩৯ শতাংশ। ধোনির সেখানে বিদেশে টেস্ট জয়ের হার ২০ শতাংশ।
আরও পড়ুন: গাওস্করের পরামর্শে ব্যাটিংয়ে বড় সমস্যা কাটিয়ে উঠেছিলাম, বলছেন ইনজামাম