Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

নো-বল নিয়ে বুমরাকে তোপ গাওস্করের

ফের নো-বলে উইকেট নেওয়ায় জশপ্রীত বুমরার সমালোচনায় কিংবদন্তি সুনীল গাওস্কর। তাঁকে এটা নিয়ে খাটতে হবে বলে জানিয়ে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক।

ক্রমাগত নো-বলে বিরক্ত গাওস্কর।

ক্রমাগত নো-বলে বিরক্ত গাওস্কর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ১৪:৫১
Share: Save:

গত বছর লন্ডনে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের ফখর জামান। গত বছরই ধর্মশালায় সিরিজের প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার উপুল থরঙ্গা। চলতি সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের আদিল রশিদ। এবং সদ্য বৃহস্পতিবার চতুর্থ টেস্টের প্রথম সকালে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এঁরা সবাই জশপ্রীত বুমরার বলে আউট হয়েছেন। এবং আদতে আউট হননি। নো-বল হওয়ায় বেঁচে গিয়েছেন।

কোনও সন্দেহ নেই, বুমরার ক্রমাগত নো-বলে উইকেট ভারতীয় দলের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আর এই ব্যাপারেই ক্ষুব্ধ কিংবদন্তি সুনীল গাওস্কর। নিজের কলামে ডানহাতি পেসারকে তীব্র আক্রমণ করেছেন তিনি।

গাওস্করের মতে, “এটা নিয়ে বুমরাকে কিন্তু খুব খাটতে হবে। কারণ, শুধু ওর পক্ষেই এটা হতাশাজনক নয়। একই সঙ্গে এটা দলের কাছেও বিরক্তিকর। কারণ, একটা উইকেট পেয়েও বোলারের ভুলে তা হাত থেকে ফস্কে গিয়েছে। তা ছাড়া বাড়তি একটা ডেলিভারি করাও জোরে বোলারের পক্ষে ক্লান্তিকর।”

বুমরা অবশ্য ইংল্যান্ডের প্রথম ইনিংসে ভারতের সফলতম বোলার। তিনি তিন উইকেট পেয়েছেন।

আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথম দিনের গুরুত্বপূর্ণ পাঁচ ঘটনা

আরও পড়ুন: স্বপ্নার মায়ের এই ভিডিয়ো দেখলে আপনার চোখে জল আসবেই​

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Sunil Gavaskar Jasprit Bumrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE