Advertisement
২০ এপ্রিল ২০২৪
football

জয়ী জার্মানি, ইটালি ও ইংল্যান্ড, ড্র স্পেনের

নরওয়ের মতো জার্মান দলও বৃহস্পতিবার ম্যাচের আগে মানবাধিকারের কথা লেখা টি-শার্ট পরে মাঠে এসেছিল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ০৮:১২
Share: Save:

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে জার্মানি, ইটালি, ইংল্যান্ড জয় দিয়ে শুরু করলেও ঘরের মাঠে স্পেন আটকে গেল গ্রিসের কাছে।

চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ ‘জে’-তে সহজেই ৩-০ হারিয়েছে আইসল্যান্ডকে। গোল করেন লিয়ন গোরেৎজ়কা, কাই হাভার্ৎজ় এবং ইলখাই গুন্দোয়ান। সাত মিনিটের মধ্যেই ২-০ এগিয়ে যায় জার্মানি। ম্যাচের ২ মিনিটে ১-০ করেন গোরেৎজ়কা। সাত মিনিটে দ্বিতীয় গোল চেলসির হাভার্ৎজ়ের। ৫৬ মিনিটে ৩-০ করেন ইলখাই গুন্দোয়ান। দেশ ও ক্লাব মিলিয়ে শেষ ২৪টি ম্যাচে তিনি ১৫ গোল করলেন।

নরওয়ের মতো জার্মান দলও বৃহস্পতিবার ম্যাচের আগে মানবাধিকারের কথা লেখা টি-শার্ট পরে মাঠে এসেছিল। প্রত্যেকের টি-শার্টে ইংরেজি ‘হিউম্যান রাইটস’ কথাটির একটি করে অক্ষর লেখা ছিল। যা পরে ফুটবলাররা ম্যাচের আগে পাশাপাশি দাঁড়িয়ে পড়েন। প্রসঙ্গত ২০২২-এ বিশ্বকাপ হবে কাতারে। অভিযোগ, বিশ্বকাপের প্রস্তুতিতে সে দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তার প্রতিবাদে সামিল হলেন জার্মানির ফুটবলারেরা। গোরেৎজ়কা বলেছেন, ‘‘সমাজকে বুঝিয়ে দিতে চাই যে আমরা কাতারের বিষয়টিকে মোটেই উপেক্ষা করছি না। ওখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের পুরো দল সচেতন।’’ আশঙ্কা করা হয়েছিল, আগের দিনই এ রকম কাজ করায় নরওয়েকে শাস্তির মুখে পড়তে হতে পারে। ফিফা অবশ্য জানায়, মত প্রকাশের স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করবে না। তাই জার্মান দলও এ’ব্যাপারে নিশ্চিন্তই থাকবে। পাশাপাশি আইসল্যান্ড ম্যাচ নিয়ে লো বলেন, ‘‘মোটেই এটা আমাদের সেরা পারফরম্যান্স নয়। তবে শুরুটা ভাল হলে সব দলেরই সুবিধে হয়। আশা করি আমাদেরও হবে।’’ গ্রুপ ‘জে’-তে জার্মানরা পরের ম্যাচ খেলবে রোমানিয়ার বিরুদ্ধে আগামী রবিবার।

জয় অধরা স্পেনের: মিলে গেল স্পেনের কোচ লুইস এনরিকের ভবিষ্যদ্বাণী। তিনি বলেছিলেন, বড় চেহারার ফুটবলারদের নিয়ে গড়া গ্রিসকে হারানো সত্যিই কঠিন। হলও তাই। যোগ্যতা অর্জনের দৌড়ে শুরুতেই হোঁচট খেয়ে ১-১ ড্র করে বসল স্পেন। ৩৩ মিনিটে আলভারো মোরাতার গোলে ১-০ এগিয়ে গেলেও তিন পয়েন্ট এল না। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান অ্যানাসটাসিয়োস বাকাসেটাস। স্পেনের পরের ম্যাচ জর্জিয়ার বিরুদ্ধে।

বিধ্বংসী ইংল্যান্ড: সান মারিনোকে ৫-০ চূর্ণ করলেন রাহিম স্টার্লিংরা। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট দলের সেরা স্ট্রাইকার হ্যারি কেনকে খেলালেনই না। জোড়া গোল করেন ডমিনিক ক্যালভার্ট-লিউইন। ১৪ মিনিটে প্রথম গোল করেন জেমস ওয়ার্ড-প্রাউস। ২১ মিনিটে ২-০ করেন লিউইন। ৩১ মিনিটে গোল করেন স্টার্লিং। ৫৩ মিনিটে ফের গোল করেন লিউইন। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে ৫-০ করেন ওলি ওয়াটকিনস। ম্যাচের পরে উচ্ছ্বসিত সাউথগেট বলেছেন, ‘‘যতটা ভাল খেলা সম্ভব, দল ততটাই ভাল খেলেছে। গ্রুপ ‘আই’-তে ইংল্যান্ডের পরের ম্যাচ আলবেনিয়ার বিরুদ্ধে। তবে এই গ্রুপে সব চেয়ে কঠিন ম্যাচ স্টার্লিংদের খেলতে হবে পরের বুধবার। প্রতিপক্ষ রবার্ট লেয়নডস্কিদের পোলান্ড।

দুরন্ত ইটালি: বিশ্বকাপের যোগ্যতা অর্জনের প্রথম ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ হারাল ইটালি। দু’টি গোল হল প্রধমার্ধে। ১৪ মিনিটে প্রথম গোল করেন দমেনিকো বেরার্দি। ৩৮ মিনিটে ২-০ করেন চিরো ইমমোবিলে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে আইরিশদের শরীরী ফুটবল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ইটালির কোচ রবের্তো মানচিনি। ম্যাচে অবশ্য সে রকম কিছু হয়নি। জিতে ইটালির কোচ বললেন, ‘‘প্রধমার্ধে আমরা নিখুঁত ফুটবল খেলেছি। যে কারণে দু’টি গোলও হল। তবে আমি অন্তত বেশি খুশি হতাম আরও গোলে জিততে পারলে।’’ রবিবার ইটালি বাইরের মাঠে খেলবে
বুলগেরিয়ার বিরুদ্ধে।

সুইৎজ়ারল্যান্ডের জয়: বুলগেরিয়াকে ৩-১ হারাল সুইৎজ়ারল্যান্ড। গোল করেন ব্রিল এমবোলো (৭ মিনিট), হ্যারিস সেফারোভিচ (১০ মিনিট) ও স্টিভেন জ়িবের (১৩ মিনিট)। বুলগেরিয়ার কিরিল দেসপোদভ ৪৬ মিনিটে ব্যবধান কমান।

হার বাঁচাল পোলান্ড: বৃহস্পতিবার হাঙ্গেরিকে হারাতে ব্যর্থ রবার্ট লেয়নডস্কিরা। ফল ৩-৩। ৭৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল হাঙ্গেরি। তাদের তিন গোলদাতা রোনাল্ড সালাই (৬ মিনিট), অ্যাডাম জ়ালাই (৫২ মিনিটে) ও উইলি অরবান (৭৮ মিনিট)। পোল্যান্ডের গোলদাতা ক্রিজ়িস্তফ পিয়াতেক (৬০ মিনিট)। কামিল জজ়উইয়াক (৬১ মিনিট)। লেয়নডস্কি (৮৩ মিনিট)। বায়ার্ন মিউনিখের তারকা দেশ ও ক্লাব মিলিয়ে এই মরসুমে ৪৫টি গোল করে ফেললেন ৪১ ম্যাচে জয়ী রোমানিয়া: উত্তর ম্যাসিডোনিয়াকে ৩-২ হারাল রোমানিয়া। গোল করেন ফ্লোরিন ট্যানাসে (২৮ মিনিট), ভ্যালেন্টাইন মিহালা (৫০ মিনিট) ও ইয়ানিস হাজি (৮৫ মিনিট)। উত্তর ম্যাসিডোনিয়ার দুই গোলদাতা আরিয়ান অ্যাডেন (৮২ মিনিট) ও আলেকজান্ডার ত্রাইকোভস্কি (৮৩ মিনিট)।

সুইডেনের জয়: জর্জিয়াকে ১-০ হারালেন জ্লাটান ইব্রাহিমোভিচরা। ৩৫ মিনিটে একমাত্র গোল করেন ভিক্টর ক্লেসন। পাঁচ বছর পরে দেশের জার্সিতে প্রথম মাঠে নেমেই অসাধারণ ভলিতে গোলের পাস দেন ইব্রাহিমোভিচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

football fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE