শেষ হয়ে গেল ভারতের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ অভিযান। গ্রুপের শেষ ম্যাচে ঘানার কাছে ৪-০ গোলে হেরে বিশ্ব অভিযান শেষ করতে হল লুই নর্টন দে মাতোসের ছেলেদের। বিশ্বকাপে এটাই ভারতের সর্বাধিক ব্যবধানে হার। এর আগে আমেরিকার কাছে ৩-০ গোলে এবং কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারতে হয়েছিল ভারতকে।
তবে, এ দিন ভারত হারলেও অভিজিৎ সরকার-আনোয়ার আলিদের খেলায় খুশি ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি বিদেশ বসু এবং মানস ভট্টাচার্য।
ম্যাচ শেষে মানস বলেন, “প্রথমার্ধে ভাল খেললেও, দ্বিতীয়ার্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি জীতেন্দ্র সিংহ-বরিস সিংরা। প্রথমার্ধে যে গতিতে ভারতীয় দল খেলেছিল সেই গতি ম্যাচের শেষ অর্ধে ধরে রাখতে পারেননি অনিকেত যাদবরা।”