তিনি যখন ক্রিজে এসেছিলেন তখন অনেক আশা নিয়ে আরও একবার গুছিয়ে বসেছিলেন সমর্থকরা। দলের রান তখন ১১। প্যাভেলিয়নে ফিরেছেন অজিঙ্ক রাহানে। কিন্তু না, সবার আশায় জল ঢেলে প্যাভেলিয়নে ফিরলেন স্বয়ং অধিনায়কও। তখনও ভারতের রান ১১। আর বিরাটের শূন্য। আর এটা সম্ভব হল গ্লেন ম্যাক্সওয়েলের এক দুরন্ত ক্যাচের জন্য। শুরুটা দারুণই করেছিল অস্ট্রেলিয়া। বিশেষ করে কুল্টার নাইল। পর পর তিনটি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে জোড় ধাক্কা দিয়েছিলেন। তার মধ্যে একটি বিরাটের উইকেট। কিন্তু এই উইকেটের পিছনে যতটা না নাইলের কৃতিত্ব তার থেকে অনেক বেশি ভূমিকা রেখে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। লাফিয়ে বাঁ হাতে বিরাটের ক্যাচটি যে ভাবে ধরলেন সেটা অসাধারণ টাইমিং না হলে সম্ভব ছিল না। আর সেটা না হলে এই বল সরাসরি পেড়িয়ে যেত বাউন্ডারি। বিরাট কোহালির টুইটারে সেই ভিডিও পোস্টও হল।
দেখুন টুইট