Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

সবাই দুরে সরে গেলেও বুমরা-শামিদের উপরে আস্থা হারাননি ম্যাকগ্রা

বিরাট কোহালিদের হারের পরে সবাই ‘গেল গেল’ রব তুলেছিলেন। দেশের প্রাক্তন ক্রিকেটাররা নখ-দাঁত বের  করেন। ম্যাকগ্রা কিন্তু তাঁদের সঙ্গে একমত নন।

ভারতীয় বোলারদের উপরে আস্থা হারাচ্ছেন না ম্যাকগ্রা। ছবি— পিটিআই।

ভারতীয় বোলারদের উপরে আস্থা হারাচ্ছেন না ম্যাকগ্রা। ছবি— পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫২
Share: Save:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্স করে প্রথম টেস্ট ম্যাচ হেরেছে ভারত। ভারতীয় বোলিং আক্রমণের সমালোচনা হচ্ছে সর্বত্র।

এ রকম পরিস্থিতিতে বুমরা-শামিদের উপরে আস্থা হারাচ্ছেন না প্রাক্তন অজি তারকা গ্লেন ম্যাকগ্রা। তাঁর বিশ্বাস ভারতীয় বোলাররা ঘুরে দাঁড়াবেন।

বিরাট কোহালিদের হারের পরে সবাই ‘গেল গেল’ রব তুলেছিলেন। দেশের প্রাক্তন ক্রিকেটাররা নখ-দাঁত বের করেন। ম্যাকগ্রা কিন্তু তাঁদের সঙ্গে একমত নন। তিনি বলেন, ‘‘ভারতীয় বোলিং বিভাগের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে। ওদের অনেকেরই চোট ছিল। চোট সারিয়ে ফিরে এসে (ইশান্ত) শর্মা পাঁচ উইকেট নিয়েছে। বুমরারও চোট ছিল। চোট সারিয়ে ও ফিরে এসেছে। ভারতীয় বোলিং আক্রমণ বিশ্বসেরা। এ ব্যাপারে কোনও সন্দেহই নেই।’’

আরও পড়ুন: কী ভাবে ফেরাবেন বিরাট কোহালিকে? নীল ওয়াগনার বললেন...

ইশান্ত শর্মা নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন। কেরিয়ারের শুরুটা দারুণ করেছিলেন তিনি। মাঝপথে হারিয়ে গিয়েছিলেন ইশান্ত। ভারতের এই পেসার এখন আরও শাণিত। ম্যাকগ্রা বলছেন, ‘‘ইশান্ত অভিজ্ঞ বোলার। গত কয়েক বছরে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ওর আন্তর্জাতিক ক্রিকেটার শেষ হতে বসেছিল। কিন্তু নিজেকে ফিরে পেয়েছে ও। এখন বেশ ভাল বোলিং করছে।’’

ইশান্তের পাশাপাশি শামির প্রশংসা করে প্রাক্তন অজি পেসার বলেন, ‘‘শামি বেশ ভাল গতিতে বল করছে। বোলার হিসেবে খুবই দক্ষ। শামি জানে কখন কী করতে হবে। শর্ট রান আপে বুমরা আবার দুর্দান্ত।’’

আরও পড়ুন: বেসিন রিজার্ভে ব্যর্থ, স্মিথের কাছে এক নম্বর জায়গা হারালেন কোহালি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Glenn Mcgrath Indian Bowlers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE